দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে আবাহনীর দারুণ জয়

ঢাকার মাঠে অভিষেকের অপেক্ষায় ছিলেন ব্রাজিলিয়ান ব্রুনো রোকার। ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের হয়ে স্মরণীয় হয়ে থাকলো তার অভিষেক। প্রথম ম্যাচেই করেছেন গোল। এরপর নাইজেরিয়ান এমেকা ও আরেক ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্যবধান বাড়িয়েছেন। তাতে ফেডারেশন কাপের গ্রুপ পর্বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দাপুটে জয় পেয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা। তারা জিতেছে ৩-০ গোলে। এই জয়ে আবার তাদের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে।

কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেড শুরু থেকে দাপট দেখাতে থাকে। সুযোগও তৈরি করেছে ধারাবাহিকভাবে। কিন্তু প্রথম গোল পেতে সময় লেগেছে। ১৫ মিনিটে ঢাকা আবাহনী গোলের ভালো সুযোগ পায়। অভিষিক্ত ব্রুনো রোকার ফ্রি-কিক থেকে এক খেলোয়াড়ের হেড পোস্টের কোণে লেগে প্রতিহত হয়েছে।

দুই মিনিট পর আবারও আঘাত হানেন ব্রুনো রোকার। বক্সের ভেতরে ঢুকে একজনকে কাটিয়ে মাটি গড়ানো শট নিয়েছিলেন। প্রতিপক্ষ গোলকিপার আশরাফুল রানা ডান দিকে ঝাঁপিয়ে তা রুখে দেন সঙ্গে সঙ্গে।

অপর দিকে চট্টগ্রাম আবাহনীর জাহেদুল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুলে বল পেয়েও কিছু করতে পারেননি। বল ক্লিয়ার করেন ডিফেন্ডার মিলাদ শেখ।

অবশেষে ৪৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বক্সের বাইরে থেকে একজনকে ডজ দিয়ে জায়গা করে জোরালো শটে জাল কাঁপান ব্রুনো।

বিরতির পরও আবাহনী লিমিটেডের দাপট অব্যাহত থাকে। ৪৮ মিনিটে বাড়ে ব্যবধান।  ব্যবধান দ্বিগুণ করে ম্যাচে চালকের আসনে বসে আবাহনী। মাঝমাঠের একটু উপর থেকে আক্রমণের শুরু এমেকা ওগবাহর পা থেকে। অনেকটা এগিয়ে মেরাজ হোসেন অপিকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ফিরতি বল পেয়ে নিখুঁত টোকায় রানাকে পরাস্ত করেন ওগবাহ।
৮৩ মিনিটে আবাহনী লিমিটেডের স্কোর ৩-০ করেন ওয়াশিংটন। মেহেদী হাসান রয়েলের পাসে দ্রুত গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে তৃতীয় গোল উপহার দেন এই ব্রাজিলিয়ান।

১৩ ফেব্রুয়ারি আবাহনী-মোহামেডান ম্যাচেই ঠিক হবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কোন দল।