প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা, ব্রাজিলের দল ঘোষণা

কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই লড়াইয়ের কথা মাথায় রেখে তারা ২৬ সদস্যের দল ঘোষণা করেছে।

ব্রাজিলের দায়িত্ব নিয়ে এবারই প্রথম দল ঘোষণা করেছেন দরিভাল জুনিয়র। প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও স্পেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মার্চের শেষ দিকে ইউরোপ সফর করবে। দলে ফিরেছেন ওয়েস্ট হাম মিডফিল্ডার লুকাস পাকেতা। গত আগস্টে সন্দেহজনক জুয়া নিয়ে তদন্তের মুখে পড়েন তিনি। ওই ঘটনার পর এই প্রথমবার ডাক পেয়েছেন।

দলে আটজন নতুন মুখ রেখেছেন ব্রাজিল কোচ। অধিনায়ক হিসেবে জায়গা ধরে রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো। রয়েছেন পিএসজির বেরালদো। গত সপ্তাহে চোট পাওয়ার পরেও জায়গা পেয়েছেন রিচার্লিসন।

রিয়াল মাদ্রিদের নতুন স্ট্রাইকার এন্ডরিককেও এই দলে রাখা হয়েছে। নতুন ঠিকানা বার্নাব্যুতে যোগ দেওয়ার আগেই জাতীয় দলের হয়ে সম্ভাব্য ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি।

ওয়েম্বলি স্টেডিয়ামে ব্রাজিল ইংল্যান্ডের মুখোমুখি হবে ২৩ মার্চ। তিনদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ স্পেন। 

অপর দিকে, আর্জেন্টিনার নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি। দলটিতে বিশের নিচে আছেন দু’জন খেলোয়াড়। লিওনেল স্ক্যালোনি সবচেয়ে বড় চমক হিসেবে রেখেছেন ১৯ বছর বয়সী লেফট ব্যাক ও মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোর নাম। দুই মাসও হয়নি ব্রাইটনে যোগ দিয়ে ইংলিশ ফুটবলে প্রভাব ফেলেছেন তিনি।   

বিশ্বচ্যাম্পিয়ন দলটিতে বাকি তিন টিএনজ খেলোয়াড়রা হলেন- ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো, ব্রাইটনের ফাকুন্দো বুয়োনানোত্তে ও ভ্যালেন্তিন কারবোনি। দলটিতে ৩৬ বছর বয়সী আনহেল ডি মারিয়াও রয়েছেন। ২২ মার্চ ফিলাডেলফিয়ায় প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এল সালভাদর। চারদিন পর লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মুখোমুখি হবে তারা। 

ব্রাজিল দল

গোলরক্ষক: এদেরসন, বেন্তো, রাফায়েল।

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কৌতো, ওয়েন্ডেল, আইরতন লুকাস, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনোস, বেরালদো, মুরিলো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস পেরেইরা।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এন্ডরিক, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, সাভিনিও।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: জার্মান পেজেল্লা, নেহুয়ান পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকলোসা তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, ভ্যালেন্তিন বারকো ও নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো ডে পল, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।

ফরোয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্তিন কারবোনি, আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, পাউলো দিবালা।