সাবেক তারকা গোলকিপার মহসিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

এমনিতে মানসিকভাবে অসুস্থ জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার মোহাম্মদ মহসিন। মালিবাগের আয়শা কমপ্লেক্সের বাসাতে পরিবারের অন্য সদস্যরা সবসময় তাকে চোখে চোখে রাখতেন। মঙ্গলবার হঠাৎ করেই অন্যদের নজর এড়িয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ২৪ ঘণ্টার বেশি সময় হলো এখনও নিখোঁজ ৮০-৯০ দশকে আবাহনী-মোহামেডানে খেলা একসময়ের স্টাইলিশ গোলকিপার। 

মহসিনকে না পেয়ে মঙ্গলবারই তার ছোট ভাই কোহিনুর ইসলাম পিন্টু রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন।  

এই বিষয়ে মহসিনের ছোট বোন হাসনা হেনা বাংলা ট্রিবিউনকে হতাশ কণ্ঠে বলেছেন, 'আমার বড় ভাইয়ের ব্রেনের নার্ভ শুকিয়ে গেছে। তিনি পরিবারের সদস্য ছাড়া কাউকে চিনতে পারেন না। সবসময় তিনি বাসায় সবার নজরে থাকেন। এবার একটু আড়াল হতেই বাইরে চলে গেছেন। অনেক সময় বাইরে গেলেও ফিরে আসেন। কিন্তু এবার এখনও পর্যন্ত আসেননি। এ নিয়ে আমার বয়স্ক মা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছি।'

কানাডা থেকে দেশে এসে ঢাকার বাসায় দিনাতিপাত করছিলেন মহসিন। কিছু দিন আগেও চিকিৎসার অভাবে তার খারাপ অবস্থা ছিল। ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থা নিলেও সেরে ওঠেননি।