ফিলিস্তিনের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে কুয়েতের মাঠে ফিলিস্তিনের কাছে ৫ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার হোম ম্যাচে বিকাল সাড়ে তিনটায় লাল-সবুজ দলের ঘুরে দাঁড়ানোর মিশন। যদিও কাজটি কঠিন। এরপরও মাঠে খেলে নিজেদের অনুকূলে ফল আনতে চাইছে জামাল ভুঁইয়ারা। সেজন্য আজ কিংস অ্যারেনায় দুটি পরিবর্তন নিয়ে হাভিয়ের কাবরেরার দল মাঠে নামছে।

কুয়েতে অ্যাওয়ে ম্যাচটাতে একাদশে জায়গা পেয়েছিলেন ডিফেন্ডার ইসা ফয়সাল ও মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। আজ দুজনকেই সাইড বেঞ্চে বসে থাকতে হচ্ছে। তাদের জায়গায় ডিফেন্ডার শাকিল হোসেন ও আরেক মিডফিল্ডার সোহেল রানা সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে সোহেল রানা সাসপেনশন থেকে ফিরেছেন দলে। এছাড়া আগের ৯ জনই থাকছেন শুরু থেকে।

একাদশে বদল আসায় পজিশনেও কিছুটা পরিবর্তনের সম্ভাবনা আছে। আগের মতো বাংলাদেশ ৪-৪-২ ছকে খেলার সম্ভাবনা আছে। তেকাঠির নিচে মিতুল মারমা তো আছেনই। সাদ উদ্দিন লেফট ও বিশ্বনাথ রাইট ব্যাকে খেলবেন। শাকিল ও তপু রক্ষণের দুই স্তম্ভ। মোহাম্মদ হৃদয়ের সামনে সোহেল রানা, জামাল ভুঁইয়া ও মজিবর রহমান জনি। এছাড়া রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম ফরোয়ার্ড আক্রমণে নেতৃত্ব দেবেন।

ফিলিস্তিনও একই ছকে খেলে থাকে। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে আজ মাঠভর্তি দর্শকের সামনে জামাল-তপুরা পয়েন্ট নিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা। 

বাংলাদেশের একাদশ:
গোলকিপার: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন ও শাকিল হোসেন।
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি,  সোহেল রানা ও জামাল ভুঁইয়া।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।