শীর্ষে ফিরেছে লিভারপুল

শেফিল্ডের পয়েন্ট নেওয়ার সুযোগ যদিও তৈরি হয়েছিল। কিন্তুটা দলটা তো লিভারপুল। শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে অল রেডরা। 

৩০ ম্যাচে লিভারপুল এখন ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট আর তিনে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে তারা।  

১৭ মিনিটে শেফিল্ড গোলরক্ষকের অদ্ভুতুড়ে এক ভুলে এগিয়ে যায় লিভারপুল। হঠাতই গোলকিপার ইভো গারবিচের শট ব্লক করেছিলেন ডারউইন নুনেজ। ব্যাপারটা ঘটেছে আকস্মিকতার সঙ্গে। কিছু বুঝে ওঠার আগেই ব্লক করা সেই বলটা চলে যায় শেফিল্ডের জালে। বিরতির পর অবশ্য তাদের স্তব্ধও করে দিয়েছিল শেফিল্ড। প্রতিপক্ষ খেলোয়াড়ের হেড ব্র্যাডলির পায়ে লেগে আত্মঘাতী গোল হলে সমতা ফেরায় তারা। তার পর মনে হচ্ছিল পয়েন্ট নিয়ে যেতে পারবে শেফিল্ড। ব্যাপারটা অবশ্য অতদূর পর্যন্ত গড়ায়নি। ৭৬ মিনিটে ম্যাক অ্যালিস্টার আলগা বল পেয়ে দারুণ শটে স্কোর ২-১ করেছেন। ৯০ মিনিটে স্কোর ৩-১ করেছেন কোডি গাকপো। 

প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য এক জয় পেয়েছে চেলসিও। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে। অথচ নির্ধারিত সময় পর্যন্ত এগিয়ে ছিল ম্যানইউ। শেষ দিকে যোগ হওয়া সময়েই দুই গোলে করে নাটকীয় এক জয় তুলে নেয় চেলসি। যার পেছনে অবদান পালমারের। হ্যাটট্রিক করেছেন তিনি।