X
সোমবার, ২৬ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

চার ম্যাচের জয়খরা নিয়ে লিগ শেষ চ্যাম্পিয়ন লিভারপুলের, রানার্সআপ আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ২৩:১৬আপডেট : ২৫ মে ২০২৫, ২৩:৪২

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের মৌসুম ড্রয়ে শেষ করলো লিভারপুল। রবিবার অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। চার ম্যাচ হাতে রেখে লিভারপুল জিতেছিল ট্রফি। চ্যাম্পিয়ন হওয়ার পর বাকি চার ম্যাচেই জয়হীন থাকলো তারা।

ইসমাইলা সারের ৯ মিনিটের গোলে অ্যানফিল্ডের উৎসব মলিন হয়ে পড়ে। প্রতিপক্ষের কনর ব্র্যাডলির আলগা পাসে বল পান প্যালেসের টাইরিক মিচে। তিনি জায়গা বের করে সারকে দিয়ে গোল করান।

হাফটাইমে বদলি নামেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। লিভারপুলে শেষ ম্যাচে খেলতে নেমে উষ্ণ অভ্যর্থনা পান তিনি। শেষবার গোলে অ্যাসিস্টও করে ফেলছিলেন। কিন্তু তার চমৎকার পাসে ডারউইন নুনেজের শট প্যালেস গোলকিপার ডিন হেন্ডারসন সেভ করেন।

নির্ধারিত সময় শেষ হওয়ার ২০ মিনিট আগে সরাসরি লাল কার্ড দেখেন রায়ান গ্রাভেনবার্খ। ১০ জনের দল হওয়ার কিছুক্ষণ পর ৮৪ মিনিটে মোহাম্মদ সালাহর ২৯তম লিগ গোলে ফের উৎসবে মাতে অ্যানফিল্ডের গ্যালারি। সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট পেয়েছেন এবারের প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। সর্বোচ্চ ১৮টি অ্যাসিস্টও করেছেন মিশরীয় ফরোয়ার্ড। তাতে দ্বিতীয়বার লিগের বর্ষসেরা প্লেমেকারের পুরস্কার জেতেন তিনি। লিগ ইতিহাসে প্রথমবার কেউ একই মৌসুমে বর্ষসেরা খেলোয়াড়, প্লেমেকার ও গোল্ডেন বুট জিতলেন। 

এদিকে সাউদাম্পটনের মাঠে ২-১ গোলে জিতে আর্সেনাল এবারের আসরে রানার্সআপ হয়েছে। ৩৮ ম্যাচে ৭৪ পয়েন্ট তাদের। লিভারপুলের চেয়ে ১০ পয়েন্ট পেছনে থাকলো গানাররা। লিগে প্রথম দল হিসেবে রেকর্ড ৩০ হারের শিকার সাউদাম্পটন।

ম্যানচেস্টার সিটি ২-০ গোলে ফুলহামকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটেছে। ২১ মিনিটে ইলকাই গুন্দোয়ান গোল করেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন আর্লিং হাল্যান্ড। তাতে খালি হাতে মৌসুম শেষ করলেও ইউরোপের শীর্ষ মঞ্চে খেলার সুযোগ সান্ত্বনা দিচ্ছে সিটিকে। এছাড়া চেলসি ১-০ গোলে নটিংহাম ফরেস্টকে হারিয়ে চতুর্থ স্থান নিশ্চিত করে ইউরোপের শীর্ষ মঞ্চে খেলা নিশ্চিত করেছে। এভারটনের কাছে হারলেও পাঁচে থেকে তাদের সঙ্গী নিউক্যাসেল ইউনাইটেড।

ইউরোপা লিগ জেতায় ষষ্ঠ ইংলিশ দল হিসেবে আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলবে টটেনহাম হটস্পারও। গত সপ্তাহে ম্যানইউকে হারিয়ে ট্রফি জেতা স্পাররা ৪-১ গোলে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের কাছে হেরেছে। তাতে ২১ বছরে সবচেয়ে বাজে মৌসুমের অভিজ্ঞতা হলো তাদের, ক্লাব ইতিহাসে সবচেয়ে কম ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে থেকে লিগ শেষ করলো টটেনহাম।

২-০ গোলে ম্যানইউর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারালো অ্যাস্টন ভিলা। 

আমাদ দিয়ালো ও ক্রিস্টিয়ান এরিকসেনের দ্বিতীয়ার্ধের গোলে জিতেছে ইউনাইটেড। শীর্ষ পাঁচে ওঠার লড়াইয়ে থাকা ভিলা প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে হারায়।

ম্যাচের ১৮ মিনিট বাকি থাকতে মর্গান রজার্স ভিলার হয়ে গোল করেছিলেন। কিন্তু রেফারি থমাস ব্রামাল তার বিরুদ্ধে ইউনাইটেড কিপার আলতায় বায়িন্দিরকে ফাউল করার অভিযোগে গোল বাতিল করে দেন।

এই জয়ে ১৫তম হয়ে লিগ শেষ করলো ম্যানইউ। ষষ্ঠ স্থানে থেকে সামনের ইউরোপা লিগ খেলবে ভিলা।

/এফএইচএম/
সম্পর্কিত
চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে সিটি
জায়নবাদ নিয়ে পোস্টের জেরে সমালোচনা, বিবিসি ছাড়ছেন লিনেকার
নিউক্যাসেলের বিপক্ষে ৫২ শটে প্রথম গোলে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে
সর্বশেষ খবর
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি