X
বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে সিটি

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৫, ০৮:০৬আপডেট : ২১ মে ২০২৫, ০৮:৩৩

ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান তারকা সেই ক্ষণটা স্মরণীয় করে রাখতে না পারলেও তার দল ঠিকই বিদায়ী উপহার দিয়েছে জয়ে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে তারা। যে জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনাও জোরালো করেছে সিটি। 

প্রিমিয়ার লিগ টেবিলে ওমার মারমুশ, বের্নার্ডো সিলভা ও নিকো গঞ্জালেজের গোল তিনে তুলেছে তাদের। রবিবার বাকি শেষ রাউন্ডের ম্যাচ। 

অবশ্য খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে মাতেও কোভাচিচের লাল কার্ড বোর্নমাউথের মাঝে আশার সঞ্চার করেছিল। কিন্তু মিনিটখানেক বাদে তাদের লুইস কুক লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দশ জনের দলে পরিণত হয় বোর্নমাউথও।

শেষ দিকে সিটির উদযাপনের আরও উপলক্ষ ছিল। ব্যালন ডি’অর জয়ী রদ্রি সেপ্টেম্বরের পর প্রথমবার খেলতে নেমেছিলেন। হাঁটুর ইনজুরি থেকে ফিরে বদলি হয়ে মাঠে নেমেছিলেন তিনি। 

সিটির এই জয়ের অর্থ দাঁড়াচ্ছে ফুলহ্যামের মাঠে শেষ দিনে একটি পয়েন্ট পেলেই শীর্ষ পাঁচ নিশ্চিত তাদের। 

এফএ কাপের ফাইনালে পরাজয়ের ধাক্কার পর এমন ম্যাচে সিটিকে জেগে উঠতেই হতো। কারণ, কেভিন ডি ব্রুইনা। খেলা শুরুর আগে ক্লাবের অনুশীলন গ্রাউন্ডে এই বেলজিয়ানের নামে একটি মোজাইক সড়কের উন্মোচন করেছে তারা। তার পর তো ঘরের মাঠ থেকে তাকে বিদায় জানাতে দর্শকরা হাজির হয় বড় ব্যানার নিয়ে। তাতে লেখা ছিল ‘কিং কেভ’। তার পর খেলা শুরু হলে ১৪ মিনিটে সিটিকে এগিয়ে দেন মারমুশ। তার পর গোলের কাছে চলে গিয়েছিলেন ব্রুইনাও। কিন্তু দুর্ভাগ্য তার শট নিয়ে আঘাত করে ক্রসবারে। তার পর ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা। ৮৯ মিনিটে তৃতীয় গোলটি করেন গঞ্জালেজ। অবশ্য শেষ দিকে যোগ হওয়া সময়ে একটি সান্ত্বনাসূচক গোলে একটি শোধ দেয় বোর্নমাউথ। জাল কাঁপান ড্যান জেবিসন। 

ম্যাচের পর আবেগআপ্লুত ডি ব্রুইনা বলেছেন, ‘আমি মানুষকে আনন্দ দিতে চাই, আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই এবং সৃজনশীল হতে চাই- মাঠে এটাই আমি, আর চাই উপভোগ করতে। আমার মনে হয় গত ১০ বছর আমরা অনেক উপভোগ করতে পেরেছি।’

/এফআইআর/          
সম্পর্কিত
জায়নবাদ নিয়ে পোস্টের জেরে সমালোচনা, বিবিসি ছাড়ছেন লিনেকার
নিউক্যাসেলের বিপক্ষে ৫২ শটে প্রথম গোলে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে
বাজে মৌসুমে যেভাবে মুখরক্ষা করতে চান গার্দিওলা
সর্বশেষ খবর
মস্কোর রোষানলে ইউক্রেন যুদ্ধের সমালোচনাকারী সাংবাদিক
মস্কোর রোষানলে ইউক্রেন যুদ্ধের সমালোচনাকারী সাংবাদিক
চাকরির জন্য কাগজপত্র জমা দিতে যাওয়ার পথে প্রাণ গেলো এসএসসি ফলপ্রার্থীর
চাকরির জন্য কাগজপত্র জমা দিতে যাওয়ার পথে প্রাণ গেলো এসএসসি ফলপ্রার্থীর
রানার্সআপ হয়ে ৫০ হাজার টাকা পুরস্কার পেয়ে খুশি ওরা, কিন্তু...
রানার্সআপ হয়ে ৫০ হাজার টাকা পুরস্কার পেয়ে খুশি ওরা, কিন্তু...
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে লাগাতার ‘অসহযোগ কর্মসূচি’, শনিবার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে লাগাতার ‘অসহযোগ কর্মসূচি’, শনিবার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি
সর্বাধিক পঠিত
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
এজলাসের ভিডিও ভাইরাল: বিচারককে আইনের আওতায় আনার দাবি
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন