সৌদি সুপার কাপে হারের পর ফুটবলারকে চাবুকের আঘাত!

খেলোয়াড় ও দলের খারাপ পারফরম্যান্সে দর্শক-সমর্থকদের মেজাজ হারানোর ঘটনা হরহামেশাই ঘটে। খেলোয়াড়দের উত্যক্ত করা, বোতল ছুঁড়ে মারা কিংবা আরও নানান কর্মকাণ্ড করে থাকেন তারা। তবে সৌদি ফুটবলে ঘটে গেলো অভাবনীয় ব্যাপার। বৃহস্পতিবার সৌদি সুপার কাপের ফাইনালে আল হিলালের কাছে ৪-১ গোলে হারের পর আল ইত্তিহাদ ফরোয়ার্ড আব্দেররাজ্জাক হামদাল্লাহকে চাবুক মারেন এক সমর্থক।

রেফারি শেষ বাঁশি বাজানোর পর হামদাল্লাহ তার দলের বেঞ্চের দিকে যাচ্ছিলেন। ওই সময় কাছাকাছি থাকা এক ভক্ত হার নিয়ে ওই ফুটবলারকে বাজে মন্তব্য করছিলেন।

সমর্থকের এমন কাণ্ডে মেজাজ ধরে রাখতে পারেননি হামদাল্লাহ। তার দিকে পানি ছুঁড়ে মারেন। তারপরই ঘটে যায় অচিন্তনীয় ঘটনা। ওই সমর্থক স্ট্যান্ড থেকে চাবুক মারেন আল ইত্তিহাদ ফরোয়ার্ডকে, একবার নয়, দুইবার!

মরক্কোর জার্সিতে ২০২২ বিশ্বকাপ খেলা হামদাল্লাহকে সতীর্থ ও স্টাফরা সেখান থেকে সরিয়ে আনেন। আল ইত্তিহাদের হয়ে ফাইনালে একমাত্র গোল তারই করা।