ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’

লিভারপুল এক গোল খেয়েও লিড নিয়েছিল। কিন্তু ৭৭ মিনিটে ওয়েস্ট হ্যাম গোল করে তাদের লিগ শিরোপার আশায় বড় ধাক্কা দেয়। লন্ডন স্টেডিয়ামে শনিবার ২-২ গোলে ড্রয়ের হতাশার দিনে আলোচনার কেন্দ্রে ছিল টাচলাইনে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহর মতবিরোধ। কী নিয়ে তাদের তর্কাতর্কি হলো, তা জানার কৌতুহল দমন করতে পারেননি সাংবাদিকরা। কিন্তু গুরু ও শিষ্য দুজনই ঠোঁটে আঙুল দিয়ে রেখেছেন। 

খেলা শেষ হওয়ার ১৩ মিনিট বাকি থাকতে বেঞ্চ থেকে সালাহকে উঠান ক্লপ। মাঠে ঢোকার অপেক্ষায় ছিলেন মিশরীয় ফরোয়ার্ড। ওই সময় দুজনের মধ্যে কিছু একটা নিয়ে মতবিরোধ ছিল স্পষ্ট দৃশ্যমান।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর এনিয়ে মিক্সড জোনে সাংবাদিকদের কৌতুহলে পানি ঢাললেন সালাহ, ‘আমি কথা বললে আগুন লাগবে।’

সালাহর কাছে উত্তর না পাওয়ায় সংবাদ সম্মেলন কক্ষে মতবিরোধের কারণ কি জানতে চাইলে ক্লপ বললেন, ‘ড্রেসিংরুমে আমাদের এটা নিয়ে কথা হয়ে গেছে। আমার জন্য বিষয়টা এখানেই শেষ, এই তো।’