বরখাস্তের গুঞ্জনে জাভি বললেন, ‘কিছুই বদলায়নি’

গত জানুয়ারিতে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেও দুই সপ্তাহ আগে ইউটার্ন নেন জাভি হার্নান্দেজ। ক্লাব প্রেসিডেন্টের জোরাজুরিতে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কোচ। কিন্তু শুক্রবার বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম জানায়, সম্প্রতি তার কিছু মন্তব্য আলোড়ন তুলেছে বার্সা বোর্ডে। তাকে বরখাস্ত করতে যাচ্ছেন ক্লাব প্রধান হোয়ান লাপোর্তা। এর একদিন পর সেই গুঞ্জন উড়িয়ে দিলেন সাবেক মিডফিল্ডার।

আলমেরিয়ার বিপক্ষে বার্সার সবশেষ ম্যাচের আগে জাভি সাংবাদিকদের জানান, অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বার্সা এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই। কারণ অতীতের মতো চাইলেই তারা কোনও খেলোয়াড়কে চুক্তি করতে পারবে না।

এই বক্তব্যকে ঘিরে জাভি ক্লাবের হর্তাকর্তাদের রোষানলে পড়েছেন বলে স্প্যানিশ মিডিয়া ফলাও করে খবর প্রচার করে। তারই প্রেক্ষিতে লা লিগায় শেষ ম্যাচের আগের দিন জাভি জানালেন, ‘কিছুই বদলায়নি।’ তিনি কোথাও যাচ্ছেন না।

৪৪ বছর বয়সী কোচ বলেছেন, ‘প্রেসিডেন্ট ও ডেকোর (স্পোর্টিং ডিরেক্টর) আস্থা অর্জনে আগ্রহী আমি। তারা আমার ওপর আস্থা রেখেছে। আমার জন্য কিছুই বদলায়নি।’

এমন গুঞ্জনেও নিজেকে শান্ত রেখেছেন জাভি, ‘আমরা লাপোর্তার সঙ্গে বসবো, আমরা যোগাযোগ রাখছি। কোনও বিষয় নিয়ে কথা বলতে হলে আমরা সেটা করবো। তিন সপ্তাহ আগের মতো অবস্থা এখনও, একটি প্রজেক্ট আছে, আমরা লড়াই করেছি এবং কিছু পাল্টায়নি। আমি প্রশ্নগুলো বুঝতে পারছি কিন্তু শান্ত আছি।’

গত কয়েক দিনে কোনও পরিবর্তনের আভাস পেয়েছেন কি না জানতে চাইলে বার্সা আইকন বললেন, ‘না, একদমই না। সবকিছু ভালো হওয়ার ব্যাপারে আমার সন্দেহ শূন্যতে। আমি জানি, আমরা আগামী বছর আরও ভালো প্রতিদ্বন্দ্বিতা করবো। আমার তীব্র আকাঙ্ক্ষা আছে এবং এসব খবর সেটা আরও বাড়িয়ে দিয়েছে।’

২০২৩ সালে জাভির অধীনে বার্সা লা লিগা জিতেছিল। কিন্তু এই মৌসুমে তারা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট পেছনে পড়ে শিরোপা হারিয়েছে। কিন্তু সুযোগ আছে রানার্সআপ হওয়ার। এজন্য শেষ দুই ম্যাচের একটি জিতলেই চলবে। রবিবার রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলবে কাতালান জায়ান্টরা।