ময়মনসিংহেও ৪ গোল করতে চান দিয়াবাতে!

কুমিল্লাতে আবাহনীর বিপক্ষে চার গোল করে আলোড়ন তুলেছিলেন মোহামেডানের মালি স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে। দারুণ এক উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছিল দুই দল। ১২০ মিনিটের ম্যাচ ৪-৪ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে সাদা-কালোরা ৪-২ গোলে জিতে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে বুধবার ময়মনসিংহে শক্তিধর বসুন্ধরা কিংসকে হারাতে চায় মোহামেডান। আগের আসরের ফাইনালে চার গোল করা দিয়াবাতে প্রয়োজনে কালও একের পর এক লক্ষ্যভেদ করে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাতে চাইছেন।

ফাইনাল নিয়ে আশাব্যঞ্জক কথা শোনালেন মোহামেডানের অন্যতম তারকা দিয়াবাতে, ‘হ্যাঁ, এটা ফুটবল। আমাদেরও ভালো দিন আছে, ভালো খেলোয়াড়ও। এখানে যে কোনও কিছু হতে পারে। আমরা শতভাগ দিবো ইনশাআল্লাহ। ফাইনালে আমাদের খেলতে ভালো লাগে, শেষবার আমরা ফাইনাল জিতেছিলাম। ইনশাআল্লাহ, এবারও আমরা এই ফাইনাল জেতার চেষ্টা করবো।’

আগের ফাইনালে চার গোলের কথা মনে করিয়ে দিতেই দিয়াবাতের সোজাসাপ্টা কথা, ‘গত বছর কখনও ভাবিনি যে আমি চার গোল করতে পারবো। যেটা বললাম, এটাই ফুটবল। এই বছরও আমি আমার সেরাটা চেষ্টা করেছি। যে কোনও দলের হয়ে আমি গোলের চেষ্টা করি, একটি, দুটি, তিনটি কিংবা আরও বেশি। যদি সেটা হয় তো আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। সব খেলোয়াড় ভালো অবস্থায় আছে, কোনও ইনজুরি নেই। মানসিকভাবেও সবাই দারুণ, আলহামদুলিল্লাহ। আমরা জেতার জন্যই লড়বো ইনশাআল্লাহ।’

তবে মোজাফফরভ-দিয়াবাতেদের সঙ্গে লড়াই হবে রবিনিয়ো-মিগেল-দোরিয়েলতনদের। এই ব্রাজিলিয়ানত্রয়ী যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা আগেই প্রমাণিত হয়েছে। লিগের শেষ ম্যাচে তো সাদা-কালোরা সুবিধা করতে পারেনি। তাই দিয়াবাতে-মোজাফফরভদের সঙ্গে তিন ব্রাজিলিয়ানের লড়াইটা জম্পেশ হওয়ার ইঙ্গিত মিলছে।