লা লিগার মৌসুম সেরা বেলিংহ্যাম

রিয়াল মাদ্রিদের ৩৬তম লা লিগা জয়ে অবদান ছিল জুড বেলিংহ্যামের। যার স্বীকৃতিও পেলেন তিনি। ভোটে লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংলিশ মিডফিল্ডার।

বেলিংহ্যাম সেরা হতে সতীর্থদের পেছনে ফেলেছেন। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, আন্তোয়ান গ্রিজমান (অ্যাতলেতিকো মাদ্রিদ), আর্টেম ডভবাইক (জিরোনা) ও রবের্ত লেভানডোভস্কি (বার্সেলোনা)। ভক্ত, ক্লাব অধিনায়ক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটিতে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বেলিংহ্যাম লিগে ২৮ ম্যাচে ১৯ গোল করেছেন। তার অ্যাসিস্টও ছিল ৬টি। সব মিলিয়ে রিয়ালের হয়ে ২৩ গোলের পাশাপাশি তার অ্যাসিস্ট ছিল ১২টি।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় সারদিনিয়ায় এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বেলিংহ্যাম। তবে পুরস্কার পেয়ে ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি এই পুরস্কার সতীর্থ, কোচিং স্টাফ এবং সবচেয়ে বেশি যারা গুরুত্বপূর্ণ বিশ্বের সেরা ক্লাবটির ভক্তদের এটা উৎসর্গ করতে চাই। যতবারই দলটার হয়ে খেলি, বিষয়টা আমাকে আনন্দ দেয়। হালা মাদ্রিদ।’

রিয়াল মাদ্রিদে আসার আগে ২০২২-২৩ মৌসুমে বুন্দেসলিগার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। সেবার ডর্টমুন্ডের হয়ে খেলেছেন। তার পর তো ১০৩ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন।