X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শিরোপা উদযাপনের রাতে অঘটনের শিকার বার্সা, জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫, ০২:২৭আপডেট : ১৯ মে ২০২৫, ০২:২৭

ভিয়ারিয়াল দারুণ লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে রবিবার বার্সেলোনাকে ৩-২ গোলে হারালো। ডিসেম্বরের শেষ দিকের পর এটি ছিল কাতালান জায়ান্টদের প্রথম লিগ হার।

গত বৃহস্পতিবার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয়ে দুই ম্যাচ হাতে রেখে লিগের ট্রফি নিশ্চিত করে বার্সা। রবিবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ ছিল ভক্তদের সঙ্গে তাদের লা লিগা জয়ের উৎসব করার জন্য। কিন্তু ভিয়ারিয়াল তা মাটি করে দিলো।

নিউক্যাসেল ও লিস্টারের সাবেক ফরোয়ার্ড আয়োজে পেরেজ অতিথিদের হয়ে গোলমুখ খোলেন। চতুর্থ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে জাল খুঁজে পান তিনি।

৩৮ মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো শটে বার্সা সমতায় ফেরে। তারপর প্রথমার্ধের স্টপেজ টাইমে বক্সের প্রান্ত থেকে এক শটে জাল কাঁপান ফারমিন লোপেজ। 

তবে বিরতির পর পাঁচ মিনিট যেতে সান্তি কমেসানা স্কোর ২-২ করেন। কানাডিয়ান ট্যাজন বুখানন ৮০ মিনিটে জেরার্ড মোরেনোর ক্রসে জয়সূচক গোল করেন। এই জয়ে ভিয়ারিয়াল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট কাটলো।

শেষ রাউন্ডের খেলার আগে চ্যাম্পিয়ন বার্সা ৮৫ পয়েন্ট নিয়ে সবার উপরে। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রি দ তিনে। স্পেন থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের বাকি দুটি স্থান চার ও পাঁচে আছে অ্যাথলেটিক বিলবাও (৭০) ও ভিয়ারিয়াল (৬৭)।

এদিকে সেভিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে রিয়াল। ১২ ও ৪৮ মিনিটে লাল কার্ড দেখেন স্বাগতিক দলের লুইস বাদে ও ইসাক রোমেরো। নিশ্চিতভাবে গোলের পরিষ্কার সুযোগ তৈরি করা এমবাপ্পেকে বাধা দিয়ে প্রথম লাল কার্ড দেখেন বাদে। বিরতির পর অরেলিয়েন শুয়োমেনিকে খুঁচিয়ে রোমেরোও পান লাল কার্ড। 

৯ জনের দলের বিপক্ষে শেষ পর্যন্ত গোল পায় রিয়াল। ৭০তম মিনিটে ক্রসবারে আঘাত করার পাঁচ মিনিট পর এমবাপ্পে শেষ পর্যন্ত জালে বল জড়ান। ফরাসি ফরোয়ার্ড রিয়ালের হয়ে প্রথম মৌসুমে লা লিগার শীর্ষ গোলদাতা হওয়ার লড়াইয়ে ২৯ গোল করে বার্সার রবার্ট লেভানডোভস্কির চেয়ে চার গোলে এগিয়ে থাকলো।

৮৭ মিনিটে ২১ বছর বয়সী রিয়াল অ্যাকাডেমি ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়ার ক্রসে বেলিংহাম শেষবার জালে বল ঠেলে দেন।

/এফএইচএম/
সম্পর্কিত
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
সর্বশেষ খবর
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে