মাঠের লড়াইয়ের চেয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে শরীরী ঝাঁজটাই ছিল বেশি। তার পরেও দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে খেলা উরুগুয়ের বিপক্ষে একজন বেশি নিয়ে খেলার সুবিধাটা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। তাতে বড় টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তারা বিদায় নিয়েছে। সর্বশেষ কাতার বিশ্বকাপেও শেষ আটে শুটআউটে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে। কোপা আমেরিকা থেকে বিদায়ের পর কঠিন সময়ে ব্রাজিলিয়ান সমর্থকদের পাশে চাইছেন ভিনিসিয়ুসের জায়গায় খেলা এন্দ্রিক।
পুরো টুর্নামেন্টে ব্রাজিলের নৈপুণ্য আহামরি ছিল না। গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলেও ড্র ছিল দুটি। গ্রুপ পর্বে গোলের খোঁজে থাকা সেলেসাওদের কোয়ার্টার ফাইনালেও সংগ্রাম করতে হয়েছে। আরেকটি ব্যর্থতা সঙ্গী হওয়ায় ব্রাজিলের মনোযোগ এখন বিশ্বকাপ বাছাইয়ে। এন্দ্রিকের কথায়, ‘আমরা ব্রাজিলকে সর্বোচ্চ পর্যায়ে নিতে চেয়েছি। এখন আমরা নিজেদের কাজটা চালিয়ে নিতে চাই। বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুত হতে চাই।’