সোনার লড়াইয়ে আবারও যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্রাজিলের স্বপ্নভঙ্গ

অলিম্পিকে মেয়েদের ফুটবলে ব্রাজিলের সেরা সাফল্য ছিল দুটি রুপা। ২০০৪ সালে এথেন্স ও ২০০৮ সালে বেইজিংয়ে ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল তারা। দুইবারই তাদের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। ১৬ বছর পর ফাইনালে উঠে সেই একই প্রতিপক্ষকে পেয়েছিল সেলেসাওরা। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি। শনিবার প্যারিসের পার্ক দে প্রিন্সেসে যুক্তরাষ্ট্র ১-০ গোলে তাদের হারিয়ে পঞ্চম সোনা জিতলো। আর তৃতীয় রুপা জিতে তুষ্ট থাকতে হলো ব্রাজিলকে।

ব্রাজিলের কিংবদন্তি মার্তাকে ট্রফি ছাড়াই ফুটবল ক্যারিয়ার শেষ করতে হলো। ৩৮ বছর বয়সী তারকা ফাইনালে উঠেও বড় মাপের কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ বঞ্চিত হলেন।

ম্যালরি সোয়ানসনের দ্বিতীয়ার্ধের গোল আমেরিকানদের জন্য ১২ বছর পর সোনা জয়ের জন্য যথেষ্ট ছিল। ২০১২ সালের পর প্রথম ও সব মিলে পঞ্চম অলিম্পিক স্বর্ণপদক পেলো তারা।

দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ছিল। সোয়ানসনের লক্ষ্যভেদী শটের আগে দুই দল লক্ষ্যে বল মেরেছিল তিনবার করে। শেষ পর্যন্ত অফসাইডের ফাঁদ এড়িয়ে ঠাণ্ডা মাথায় ব্রাজিল কিপার লরেনাকে পরাস্ত করে ব্যবধান গড়ে দেন সোয়ানসন।

ইনজুরি টাইমের দশম মিনিটে সমতা ফেরানোর বেশ কাছে ছিল ব্রাজিল। বক্সের সেন্টার থেকে নেওয়া আদ্রিয়ানার হেড দারুণ সেভে রুখে দেন মার্কিন কিপার আরিসা নায়েহার।

পরে আর ব্রাজিল কোনও সুযোগ তৈরি করতে পারেনি। তাতে করে প্রথম আন্তর্জাতিক টাইটেল জয়ের অপেক্ষা আরও বাড়লো মেয়েদের।