“অলিম্পিক ‘বিশ্ব’ নয়, যুক্তরাষ্ট্র ‘বিশ্ব’ নয়, হে ঈশ্বর! আসলে তোমাদের সমস্যা কী?”- প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্র বাস্কেটবল দল স্বর্ণপদক জেতার পর টুইটারে তারা ছবি পোস্ট করে ক্যাপশনে ‘আমরা এখন কি বিশ্ব চ্যাম্পিয়ন?’ কথা লিখে এই ধরনের বিদ্রুপাত্মক মন্তব্যের শিকার হয়েছে।
শনিবার স্বাগতিক ফ্রান্সকে ৯৮-৮৭ ব্যবধানে ফাইনালে হারিয়ে পুরুষ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। তারপর তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট দেখা যায়। সঙ্গে সঙ্গে এবারের দ্রুততম মানব নোয়াহ লাইলস বিস্মিত হয়ে প্রশ্ন করেন, ‘কেন এনবিএ চ্যাম্পিয়নরা তাদের বিশ্ব চ্যাম্পিয়ন বলছে?’
এই টুইট থেকে দুই ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল। অনেক ভক্ত মনে করিয়ে দিয়েছে, আসল বিশ্ব চ্যাম্পিয়ন দল জার্মানি বাস্কেটবল দল, যারা ২০২৩ সালে ফিবা বিশ্বকাপ জিতেছিল, ‘জার্মানি পুরুষ বাস্কেটবল দল এখনও বিশ্ব চ্যাম্পিয়ন, যুক্তরাষ্ট্রের পুরুষ দল অলিম্পিক স্বর্ণপদকজয়ী। নোয়াহর ব্যবহার হয়তো বাজে ছিল, কিন্তু সেই ঠিক।’
আরেকজন লিখেছেন, ‘স্বর্ণজয়ী অলিম্পিক চ্যাম্পিয়ন। ফিবা তোমাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারে।’ একজনের মন্তব্য, ‘অলিম্পিক চ্যাম্পিয়ন। বিশ্বকাপ তো ২০২৭ সালে।’