ব্রাজিলের পরাজয়ের পর বিদায়ের ইঙ্গিত মার্তার 

এই বছরেই ফুটবলকে বিদায় বলার কথা জানিয়েছিলেন, ব্রাজিলের নারী ফুটবল গ্রেট মার্তা। কিন্তু গুঞ্জন ছিল হয়তো ব্রাজিলে অনুষ্ঠেয় ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারেন তিনি। তবে শনিবার মেয়েদের অলিম্পিক ফুটবল ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হারের পর তিনি ইঙ্গিত দিয়েছেন, এটাই হয়তো দেশের হয়ে তার শেষ ম্যাচ! 

অলিম্পিকে মেয়েদের ফুটবলে ব্রাজিলের সেরা সাফল্য ছিল দুটি রুপা। ২০০৪ সালে এথেন্স ও ২০০৮ সালে বেইজিংয়ে ফাইনাল খেলে রানার্সআপ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য। দুইবারই তাদের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। ১৬ বছর পর ফাইনালে উঠে সেই একই প্রতিপক্ষকে পেয়েও ভাগ্য বদলায়নি সেলেসাওদের। পার্ক দে প্রিন্সেসে তাদের ১-০ গোলে হারিয়ে সোনা বঞ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তাতে তৃতীয় রুপা নিয়ে ব্রাজিলকে সন্তুষ্ট থাকতে। আর ৬ অলিম্পিক খেলা ব্রাজিল কিংবদন্তি মার্তাকে ট্রফি ছাড়াই শেষ করতে হচ্ছে ক্যারিয়ার। ৩৮ বছর বয়সী তারকা ম্যাচের পর বলেছেন, ‘মনে হয় না আপনারা আমাকে বিশ্বকাপে দেখতে পাবেন।’

ক্যারিয়ারে ট্রফি না জিতলেও নারী ফুটবলে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা। দেশটির সর্বোচ্চ স্কোরারও। ব্রাজিলের কোচ আর্থার এলিয়াসের কাছেও ইতিহাসের সেরা ফুটবলার তিনি। সোনার লড়াইয়ে ব্যর্থ হওয়া মার্তাকে নিয়ে তার পরেও ভীষণ গর্বিত এলিয়াস, ‘জাতীয় দল নিয়ে আমরা সবাই ভীষণ গর্বিত। বিশেষ করে নাম্বার ১০, আমাদের রানী মার্তাকে নিয়ে।’

মার্তা শেষের ইঙ্গিত দিলেও জানিয়েছেন, ফুটবল থেকে পুরোপুরি হারিয়ে যাবেন না তিনি। যে কোনও উপায়েই হোক খেলাটির সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন, ‘ফুটবল থেকে আমি হারিয়ে যাবো না। এই প্রজন্মের জন্য যে কোনও ভাবেই হোক অবদান রাখার চেষ্টা করবো। কারণ তারা ভীষণ ভীষণ প্রতিভাবান এবং আমরা কী অর্জন করতে পারি সেটা সম্পর্কে সচেতন।’