আত্মবিশ্বাস নিয়ে রাতে নামছে বার্সেলোনা 

নতুন ফরম্যাট। তাই খেলার আয়োজনেও দেখা যাচ্ছে বদল। এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে প্রথম রাউন্ডে খেলা গড়াচ্ছে টানা তিন দিন। তৃতীয় দিনে আবার মিশন শুরু হচ্ছে বার্সেলোনার। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় যাদের প্রতিপক্ষ মোনাকো।

অনেক দিন ধরে ইউরোপের সবচেয়ে মর্যাদার ক্লাব টুর্নামেন্টে শিরোপা নেই বার্সেলোনার। চার বছর পর গত মৌসুমে খেলেছে কোয়ার্টার ফাইনাল। এবার নতুন কোচ হানসি ফ্লিকের অধীনে দলটি আশার সঞ্চার করেছে। লা লিগায় জিতেছে সবগুলো ম্যাচ। তার ওপর তরুণ লামিনে ইয়ামালের আক্রমণ ভাগ্য গড়ে দিচ্ছেন। গত বছরের এপ্রিলে অভিষেকের পর ত্রাস ছড়াচ্ছেন তিনি। রবিবারই যেমন জিরোনাকে ৪-১ গোলে বিধ্বস্তের দিনে ইয়ামাল জোড়া গোলে সর্বশেষ মৌসুমের প্রতিশোধ নিতে সাহায্য করেছেন। আজও যে তিনি বড় প্রভাবক হয়ে উঠবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। 

তার পরেও অতীতের ব্যর্থতা নেতিবাচক প্রভাব ফেলার কথা। ম্যাচের আগে সেসব প্রশ্ন আসতেই বার্সা কোচ হানসি ফ্লিক বলেছেন, ‘অতীত নিয়ে আমার কোনও ভাবনা নেই। বর্তমানেই আমাদের মনোযোগ। লা লিগায় ওদের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন থেকেছে। তাই আমরা আত্মবিশ্বাসী। এখন সেই আগ্রাসী মনোভাব ও মনোযোগটা প্রয়োজন।’

একই সময় রাতে মাঠে নামবে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদও। তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ। ইংলিশ জায়ান্ট আর্সেনালও রাত ১টায় মুখোমুখি হবে আতালান্তার।