অতি গুরুত্বপূর্ণ সময়ে বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে এলো জুলেস কোন্দের ইনজুরি। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ ও লা লিগা ক্লাসিকোতে হ্যান্সি ফ্লিক তার এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে পাচ্ছেন না। বৃহস্পতিবার তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে।
ফরাসি রাইট ব্যাক বুধবার ৩-৩ গোলে প্রথম লেগ ড্রয়ের ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হন। মঙ্গলবার সান সিরোতে হবে ফিরতি লেগ।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার ৫৪ ম্যাচের মধ্যে ৫৩টিই খেলেছেন কোন্দে। বোঝাই যায়, দলের রক্ষণের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। বার্সেলোনা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সকালের পরীক্ষায় কোন্দের বাঁ ঊরুতে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে।
কতদিন খেলতে পারবেন না কোন্দে, সেটা জানায়নি কাতালান জায়ান্টরা। স্পেনের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তাতে ১১ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচেও তাকে পাওয়া যাবে না। লা লিগার শেষ দুই ম্যাচ ও সম্ভাব্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাকে দেখা যেতে পারে। লিগে পাঁচ ম্যাচ হাতে রেখে রিয়ালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে বার্সা।
অলিম্পিক স্টেডিয়ামে প্রথম লেগে ইন্টারের বিপক্ষে রাইট ব্যাকের জায়গায় খেলেন এরিক গার্সিয়া।