লন্ডন ডার্বিতে প্রায় তিন বছর পর ওয়েস্ট হ্যামের মাঠে জয়ের দেখা পেলো চেলসি। নিকোলাস জ্যাকসনের জোড়া গোল ও অ্যাসিস্টে ৩-০ তে লন্ডন ক্লাবকে হারিয়েছে তারা।
ওয়েস্ট হ্যামের মাঠে নামার আগে চেলসি চার ম্যাচে দুই জয় এবং একটি করে হার ও ড্রয়ে অষ্টম স্থানে ছিল। পঞ্চম ম্যাচে তৃতীয় জয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা নিউক্যাসেল ইউনাইটেড ও আর্সেনালকে গোল ব্যবধানে পেছনে ফেলে দুই নম্বরে উঠে গেলো ব্লুরা। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ম্যানচেস্টার সিটি (১২)।
চতুর্থ মিনিটে জ্যাকসনের আড়াআড়ি শটে জালে বল জড়ায়। প্রথমার্ধে আরেকটি গোল করেন তিনি। ১৮ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের পাসে বল পেয়ে বক্সে ঢুকে গোলকিপারের চ্যালেঞ্জ সামলে নিচু শটে জাল খুঁজে পান সেনেগালিজ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ফিরেই কোল পালমারকে দিয়ে গোল করান জ্যাকসন। বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার থাকায় সামনে বল বাড়িয়ে দেন। পালমার বক্সে ঢুকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি।
৪৭ মিনিটে তৃতীয় গোল করা চেলসি স্কোর অপরিবর্তিত রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। সবশেষ ওয়েস্ট হ্যামের মাঠে তারা জিতেছিল ২০২১ সালের ডিসেম্বরে। তারপর তিনবারের দেখায় দুটি ড্র ও একটি হার দেখেছিল। অবশেষে লন্ডন স্টেডিয়ামে জয়খরা কাটালো তারা।