শেখ জামালকে হারিয়ে জয়ে ফিরতে চায় সেলাঙ্গর

সংবাদ সম্মেলনে সেলাঙ্গরের কোচকাগজে কলমে গ্রুপ ফেভারিট হওয়া সত্বেও মাঠে তার কোনও ছাপ দেখাতে না পারার হতাশা কাটাতে শেখ জামালের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় মালয়েশিয়ান চ্যাম্পিয়ন সেলাঙ্গর ফুটবল অ্যাসোসিয়েশন। আগামীকাল মঙ্গলবার সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শেখ জামালের বিপক্ষে স্বরূপে ফিরতে চায় মালয়েশিয়ান ক্লাবটি।

আজ সোমবার বাফুফে ভবনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেলাঙ্গরের কোচ জয়নাল আবেদীন বলেন, 'আমরা আত্মবিশ্বাসী তবে অতি আত্মবিশ্বাসী নই। আমরা এখনও সেরাটা খেলতে পারিনি, আশা করি কাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে। খেলোয়াড়রা জানে তাদের দায়িত্ব ও কর্তব্য কী?'

এই ম্যাচে কোনও দলকেই ফেভারিট হিসেবে দেখছেন না সেলাঙ্গর কোচ। তিনি বলেন, 'আমার চোখে দুই দলই সমান। তবে শেখ জামাল হোম ম্যাচে খেলবে, তারা একটু বাড়তি সুবিধা পাবে।' শেখ জামাল সম্পর্কে আবেদীনের মূল্যায়ন, 'আমি জামালের আগের ম্যাচটি দেখেছি। না জিতলেও খুব ভালো ভালো খেলতে পারেনি। তাদের আরও ভালো খেলার সামর্থ্য রয়েছে।'

এই ম্যাচটিকে নিজেদের বাঁচা-মরার লড়াই হিসেবে দেখছেন সেলাঙ্গারের কোচ। তিনি বলেন, 'রাউন্ড ১৬’ এ খেলতে হলে আমাদের জয়ের বিকল্প নেই। প্রথম দুই ম্যাচে জয় পাইনি। এই ম্যাচে আশা করি অবশ্যই পূর্ণ তিন পয়েন্ট পাব।'

জামালের বিপক্ষে সেলাঙ্গরের চার বিদেশি'র দুই জন খেলবেন। তারা হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাওরো অলিভি ও লাইবেরিয়ান ফরোয়ার্ড প্যাট্রাক রোনাল্ডিনেহা। ইনজুরির কারণে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ান ডিফেন্ডার রবার্ট করনওয়েট ও ইন্দোনেশিয়ান আন্দিক ভেলমানসায়াহ। নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনের সেরেস লা সালের বিপক্ষে ২-২ গোলের ড্র ও শেষ খেলায় সিংগাপুরের ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ১-০ গোল হেরে যায় সেলাঙ্গর।

/আরএম/এমআর/