সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-নেপাল ফাইনাল দেখবেন কোথায়

দুই বছর আগে সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। আজ বুধবার আবারও তেমন উপলক্ষ সামনে। আরও একটি সাফের ফাইনালে সাবিনা খাতুনরা। প্রতিপক্ষ আগের মতোই নেপাল। এরইমধ্যে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আসন সংখ্যার সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে যারা মাঠে বসে খেলা দেখতে পারবেন না তারা ইউটিউবে খেলা দেখার সুযোগ পাবেন এই লিংকে https://www.youtube.com/live/YTLU9Bc_fNM

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে নেপাল অনেক এগিয়ে। সাবিনাদের অবস্থান ১৩৯, নেপাল ৯৯তম।  এই টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া বাংলাদেশ তা মাথায় না নিয়ে আরেকটি সাফ জিততে চাইছে।

ফাইনালে মেয়েরা আরও দুর্দান্ত খেলা উপহার দেবে বলে জানিয়েছেন বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার, ‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে। আমরা অনেকটা পথ এসেছি, আরও এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, সব কিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনও কখনও উপলক্ষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে।’ 

তিনি আরও বলেছেন, ‘আমি জানি ফাইনালে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে যেন আমরা খেলতে পারি।’

গত সাফ থেকে পরিবর্তন আছে দলে। এবার ৯ জন খেলোয়াড় নেই। সিরাত জাহান স্বপ্না তার মধ্যে একজন। তিনিও কাঠমান্ডুতে শিরোপার স্বপ্ন দেখছেন। চাইছেন একসময়ের সতীর্থরা যেন আবারও সাফল্য পায়। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায়।