X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

‘এক বাটলার তত্ত্বে’ বিশ্বাসী বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুলাই ২০২৫, ২০:২৭আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২১:১০

বাংলাদেশ নারী দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। ইংলিশ কোচ পিটার বাটলার রয়েছেন দায়িত্বে। তবে তাকে শুধু সিনিয়র দল নয়, সব বয়সভিত্তিক দলকেই দেখতে হচ্ছে। এ প্রসঙ্গে আজ নানান ব্যাখ্যাও দিয়েছে বাফুফে। 

সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কির বুধবার বলেছেন, ‘মেয়েদের কোচিং স্টাফরা এভাবেই কাজ করে। বিগত দিনে পল স্মলি, ছোটন ভাইরা যখন ছিলেন, তখন তারা বয়সভিত্তিক ও সিনিয়র লেভেলে একসঙ্গে কাজ করেছেন। এটাতে আমরা অভ্যস্ত এবং আমার মনে হয় এটাই ভালো। কারণ বয়সভিত্তিক দল আরেকজনের কাছে ছেড়ে দিলে, তখন মনোযোগ ঠিক থাকবে না। সেটা আমরা করতে চাই না। আমার মনে হয় না সিনিয়রদের কোনও সমস্যা হবে।’ 

এরপরই ব্যাখ্যা দিলেন এভাবে, ‘যখন সিনিয়রদের কোনও ম্যাচ, তখন পিটার যাবে, অনূর্ধ্ব-১৭-তেও। একটা জিনিস খেয়াল রাখবেন, অনুশীলনের নকশা কিন্তু পিটারেরই করা। আমাদের স্থানীয় কোচের কোনও ভূমিকা নেই, তিনি শুধু প্রয়োগ করেন। কিন্তু কোরিওগ্রাফিটা থাকে পিটারের।’ 

একাধিক কোচ থাকলে সমস্যা হতে পারে। সেই ইঙ্গিত দিয়ে কিরণ বলেছেন, ‘মাথার ওপর যে বটগাছ থাকে, সে যেভাবে ছায়াটা দেয় সেটাই ভালো। এখানে দুই তিনটা গাছ থাকলে সমস্যা। তার ছায়াতেই বাকিরা কাজ করবে। তখন একটা শৃঙ্খলা থাকে ও ট্র্যাকিংয়ে সুবিধা হবে। আমাদের এটায় কোনও সমস্যা নেই।’ 

তিনি আরও বললেন, ‘পিটার ধরুন অনূর্ধ্ব-১৭-তে ভুটান যাবে। সে সময় সিনিয়ররা ঢাকায় অনুশীলন করবে। সেই নকশাটা কিন্তু পিটারের করা। কীভাবে অনুশীলন হবে, সেটি বাস্তবায়ন করবেন স্থানীয় কোচ।’

পিটার বাটলার অবশ্য এ নিয়ে  বলেছেন, ‘একটু চ্যালেঞ্জিং। তবে আমি কাজ পছন্দ করি। সিনিয়র দলের সাত জন খেলোয়াড় অনূর্ধ্ব-২০ দলে রয়েছে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে রাঙামাটি গেছেন রুহুল কবির রিজভী  
দেশের সাফে শিরোপায় চোখ আফঈদাদের 
মন্ত্রণালয়ে আটকে আছে ফাইল, ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণ বন্ধ
সর্বশেষ খবর
বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
ফিরে দেখা: ১০ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১০ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো