বেশ আগে থেকেই ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে রোমাঞ্চ কাজ করছে। ইংলিশ ফুটবলে খেলা হামজা চৌধুরীকে নিয়ে প্রতিবেশী দেশকে হারানোর স্বপ্ন দেখছে তারা। তবে ভারত যে বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না, তার প্রমাণ পাওয়া গেছে তাদের তারকা খেলোয়াড় সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরায়। আগামী ২৫ মার্চ শিলংয়ে জামাল ভূঁইয়াদের মুখোমুখি হবে ভারত। তার আগে বুধবার সেই ভেন্যুতে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে প্রস্তুতি সারলো তারা, ম্যাচটি আরও বেশি আলোচনায় এসেছে ছেত্রী গোল করার কারণে।
এশিয়ান কাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে ভারত প্রীতি ম্যাচ খেললো মালদ্বীপের সঙ্গে। সেই ম্যাচে ৭৬তম মিনিটে হেড থেকে গোল করেন ছেত্রী। তার আগে রাহুল ভেকে ও লিস্টন কোলাসো একটি করে গোল করেন। দুটোই এসেছে কর্নার থেকে।
খেলার শুরু থেকেই ভারতের আধিপত্য ছিল। দুই প্রান্ত থেকে কোলাসো ও মহেশ নাওরেম সিংহ বারবার আক্রমণ করেন। শুরুর কয়েক মিনিটেই মালদ্বীপের বক্সে বল গেলেও গোল আসেনি।
৩৫তম মিনিটে ব্রেন্ডন ফের্নান্দেসের কর্নার থেকে হেডে গোলমুখ খোলেন রাহুল। এরপর আক্রমণের ধার আরও বেড়েছে ভারতের। ব্রেন্ডন চোট পেলে তার জায়গায় নামা ফারুখ চৌধুরী প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ নষ্ট করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়াতে পারতেন ফারুখ। আবার সুযোগ হাতছাড়া করেন। এরপর ৬৫ মিনিটে বক্সের মধ্যে থেকে লিস্টনের শট ঠেকান মালদ্বীপের গোলরক্ষক। অবশ্য তার পরেই কর্নার থেকে হেডে গোল করেন লিস্টন।
লিস্টনের ক্রসে হেডে গোল করেন ছেত্রী। ৮২ মিনিটের মাথায় তাকে তুলে নেন কোচ।
বাংলাদেশের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা ভারত এই ম্যাচেই জানিয়ে দিলো।