দুই ম্যাচের মাঝে বিরতি নিয়ে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের সবশেষ মন্তব্যের পর তাকে একহাত নিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচের দাবি, লিগ প্রধান রিয়ালে আচ্ছন্ন এবং ক্লাবটির কোচ ও খেলোয়াড়দের প্রতি তার সম্মানের অভাব রয়েছে।
গত ১৫ মার্চ ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর লিগের ঠাসা সূচি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন আনচেলত্তি। ভবিষ্যতে ৭২ ঘণ্টার চেয়ে কম বিরতিতে কোনও ম্যাচ খেলবে না তার দল, এমন হুমকি দিয়ে রাখেন।
বৃহস্পতিবার এক সম্মেলনে তেবাস পরোক্ষভাবে আনচেলত্তির খেলোয়াড় ম্যানেজমেন্ট নিয়ে কটাক্ষ করে বলেন, ‘কোভিডের সময় থেকে পাঁচজন বদলি নামানোর নিয়ম করা হয়েছিল। কিন্তু আপনি ৮৫তম মিনিটে তিনজন বদলি নামাবেন এবং অভিযোগও করবেন।’
তেবাসের এই মন্তব্য নিয়ে শুক্রবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তির প্রতিক্রিয়া জানতে চাইলে বললেন, ‘আমি জানতাম (তেবাস) রিয়াল মাদ্রিদে আচ্ছন্ন। কিন্তু আমি জানতাম না তিনি কোচ হতে চেয়েছিলেন।’
লিগ প্রেসিডেন্টকে পরামর্শও দিতে ভোলেননি মাদ্রিদ কোচ, ‘(তেবাসের) নিজের কাজের প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। তার মধ্যে রিয়াল মাদ্রিদ ও কোচদের প্রতি সম্মানের ঘাটতি রয়েছে।’