X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রিয়ালে যোগ দিয়ে আলোনসো বললেন, ‘একটি নতুন যুগের সূচনা’

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, ২০:৩০আপডেট : ২৬ মে ২০২৫, ২০:৩০

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জাবি আলোনসো চুক্তিবদ্ধ হলেও সোমবার ছিল তাকে নিয়ে স্প্যানিশ জায়ান্টদের আনুষ্ঠানিকতার দিন। এদিন কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে নতুন কোচ হিসেবে আলোনসো বলেছেন, স্প্যানিশ জায়ান্টদের সাফল্য পেতে যে শক্তি ও উদ্দীপনা প্রয়োজন, সেটা তার রয়েছে। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন এই ক্লাবটির হয়ে বড় কিছু অর্জন করার।

আলোনসো তার দায়িত্ব শুরু করবেন ক্লাব বিশ্বকাপ দিয়ে। ক্লাবে তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ বড় কোনও শিরোপা জেতেনি। চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থ হয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে এসে নতুন আশার সঞ্চার করেছেন তিনি, ‘আমাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে, অনেক সম্ভাবনাময়। যাদের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই দারুণ। এই কারণগুলোই আমাকে অনেক উদ্দীপন ও আশা নিয়ে এখানে আসার প্রেরণা দিয়েছে। যাতে সবার সর্বোচ্চটা বের করে একটা দুর্দান্ত দল গঠন করতে পারি।’

তিনি বিশ্বাস করেন, এই ক্লাবটির হয়েই বড় কিছু অর্জন করতে পারবেন, ‘আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এই ক্লাবটিতে বড় কিছু অর্জন করতে পারবো, যা রিয়াল মাদ্রিদের মর্যাদার মতো, এই ইউরোপিয়ান কাপগুলোতে পাওয়া সব সাফল্যের মতো। বিগত কয়েক বছরে পাওয়া অনন্য সব অর্জনের মতো।’

খেলোয়াড়ি জীবনে অসাধারণ দক্ষতার অধিকারী মধ্যমাঠের খেলোয়াড় আলোনসো ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদে ২৩৬টি ম্যাচ খেলেছেন। ক্লাবের হয়ে ট্রফি জিতেছেন ৬টি, যার মধ্যে ছিল ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ। এই শিরোপা জিতেই রিয়ালের দশম ইউরোপিয়ান কাপ বা ‘লা দেসিমা’ পূরণ করেছে লস ব্লাঙ্কোস।

তার পর গত এক দশকে রিয়াল মাদ্রিদ এরপর আরও পাঁচটি চ্যাম্পিয়্ন্স লিগ শিরোপা জিতে মোট ১৫ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছে।

বিপরীতে ৪৩ বছর বয়সী আলোনসো ২০২৩-২৪ মৌসুমে বেয়ার লেভারকুসেনকে অপরাজিত থেকে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতাতে ভূমিকা রেখেছেন। যা তাকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে নিয়ে আসে। আনচেলত্তি, পেপ গার্দিওলা এবং হোসে মরিনহোর মতো কিংবদন্তিদের অধীনে খেলা আলোনসো রিয়ালের কোচ হতে পেরে নিজের অনুভূতি নিয়ে বলেছেন, ‘আজকের দিনটি আমার জীবনের ক্যালেন্ডারে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমি বেশ কিছু বছর এখানে ছিলাম না, কিন্তু আমার মনে হয় মাদ্রিদ ও সমর্থকদের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা কখনো শেষ হয়নি—সবসময় অটুট ছিল।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আজ যখন এক ঘণ্টা দেড়েক আগে ভালদেবেবাসে পা রাখলাম, সেই বন্ধন আবার নতুন করে জেগে উঠল... আমার মনে হচ্ছে, এটাই একটি নতুন যুগের সূচনা, যেমনটা ক্লাব প্রেসিডেন্ট বলেছেন।’

/এফআইআর/
সম্পর্কিত
ইউরোপিয়ান গোল্ডেন শু এমবাপ্পের
জয়ে মৌসুম শেষ চ্যাম্পিয়ন বার্সার, লেভানডোভস্কির সেঞ্চুরি
তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে আলোনসো 
সর্বশেষ খবর
ফরিদপুরে ইজিবাইকচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
ফরিদপুরে ইজিবাইকচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
সপ্তাহে দুই দিন সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
সপ্তাহে দুই দিন সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
জুলাইয়ের পরও সিস্টেম ঠিক হয়নি: ইসিকে আপিল বিভাগ
জুলাইয়ের পরও সিস্টেম ঠিক হয়নি: ইসিকে আপিল বিভাগ
বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে কবিরাজকে খুন: দেবর-ভাবির মৃত্যুদণ্ড
বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে কবিরাজকে খুন: দেবর-ভাবির মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা