X
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

রিয়ালে যোগ দিয়ে আলোনসো বললেন, ‘একটি নতুন যুগের সূচনা’

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, ২০:৩০আপডেট : ২৬ মে ২০২৫, ২০:৩০

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জাবি আলোনসো চুক্তিবদ্ধ হলেও সোমবার ছিল তাকে নিয়ে স্প্যানিশ জায়ান্টদের আনুষ্ঠানিকতার দিন। এদিন কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে নতুন কোচ হিসেবে আলোনসো বলেছেন, স্প্যানিশ জায়ান্টদের সাফল্য পেতে যে শক্তি ও উদ্দীপনা প্রয়োজন, সেটা তার রয়েছে। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন এই ক্লাবটির হয়ে বড় কিছু অর্জন করার।

আলোনসো তার দায়িত্ব শুরু করবেন ক্লাব বিশ্বকাপ দিয়ে। ক্লাবে তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ বড় কোনও শিরোপা জেতেনি। চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থ হয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে এসে নতুন আশার সঞ্চার করেছেন তিনি, ‘আমাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে, অনেক সম্ভাবনাময়। যাদের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই দারুণ। এই কারণগুলোই আমাকে অনেক উদ্দীপন ও আশা নিয়ে এখানে আসার প্রেরণা দিয়েছে। যাতে সবার সর্বোচ্চটা বের করে একটা দুর্দান্ত দল গঠন করতে পারি।’

তিনি বিশ্বাস করেন, এই ক্লাবটির হয়েই বড় কিছু অর্জন করতে পারবেন, ‘আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এই ক্লাবটিতে বড় কিছু অর্জন করতে পারবো, যা রিয়াল মাদ্রিদের মর্যাদার মতো, এই ইউরোপিয়ান কাপগুলোতে পাওয়া সব সাফল্যের মতো। বিগত কয়েক বছরে পাওয়া অনন্য সব অর্জনের মতো।’

খেলোয়াড়ি জীবনে অসাধারণ দক্ষতার অধিকারী মধ্যমাঠের খেলোয়াড় আলোনসো ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদে ২৩৬টি ম্যাচ খেলেছেন। ক্লাবের হয়ে ট্রফি জিতেছেন ৬টি, যার মধ্যে ছিল ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ। এই শিরোপা জিতেই রিয়ালের দশম ইউরোপিয়ান কাপ বা ‘লা দেসিমা’ পূরণ করেছে লস ব্লাঙ্কোস।

তার পর গত এক দশকে রিয়াল মাদ্রিদ এরপর আরও পাঁচটি চ্যাম্পিয়্ন্স লিগ শিরোপা জিতে মোট ১৫ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছে।

বিপরীতে ৪৩ বছর বয়সী আলোনসো ২০২৩-২৪ মৌসুমে বেয়ার লেভারকুসেনকে অপরাজিত থেকে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতাতে ভূমিকা রেখেছেন। যা তাকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে নিয়ে আসে। আনচেলত্তি, পেপ গার্দিওলা এবং হোসে মরিনহোর মতো কিংবদন্তিদের অধীনে খেলা আলোনসো রিয়ালের কোচ হতে পেরে নিজের অনুভূতি নিয়ে বলেছেন, ‘আজকের দিনটি আমার জীবনের ক্যালেন্ডারে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমি বেশ কিছু বছর এখানে ছিলাম না, কিন্তু আমার মনে হয় মাদ্রিদ ও সমর্থকদের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা কখনো শেষ হয়নি—সবসময় অটুট ছিল।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আজ যখন এক ঘণ্টা দেড়েক আগে ভালদেবেবাসে পা রাখলাম, সেই বন্ধন আবার নতুন করে জেগে উঠল... আমার মনে হচ্ছে, এটাই একটি নতুন যুগের সূচনা, যেমনটা ক্লাব প্রেসিডেন্ট বলেছেন।’

/এফআইআর/
সম্পর্কিত
এমবাপ্পের প্রশ্নে এনরিকে, ‘অতীত নিয়ে কথা বলতে আসিনি’
এমবাপ্পে-রুডিগারদের শাস্তির বিরুদ্ধে রিয়ালের আপিল খারিজ
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বশেষ খবর
স্মার্টফোনে হঠাৎ পানি ঢুকলে এই ৪ কাজ ভুলেও করবেন না
স্মার্টফোনে হঠাৎ পানি ঢুকলে এই ৪ কাজ ভুলেও করবেন না
পাকিস্তানে বর্ষায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, পাঞ্জাবে জরুরি অবস্থা জারি
পাকিস্তানে বর্ষায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, পাঞ্জাবে জরুরি অবস্থা জারি
পুলিশের অভিযানে আ.লীগ নেতা বাবা ও ছাত্রলীগ করা ছেলে গ্রেফতার
পুলিশের অভিযানে আ.লীগ নেতা বাবা ও ছাত্রলীগ করা ছেলে গ্রেফতার
গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা