ভারতের অরুণাচল প্রদেশে ৯ মে থেকে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের অনুশীলন ১৭ এপ্রিল যশোরের শামসুল হুদা একাডেমিতে শুরু হয়ে এখন বিকেএসপিতে শেষ মুহূর্তের ঘষামাজা চলছে। তবে ৩১ জনের ক্যাম্পে নেই বিকেএসপি ও কিংসের খেলোয়াড়েরা। তাদের ছাড়াই ৬ মে ভারত যাচ্ছে বাংলাদেশ দল।
হেড কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে প্রথমবারের মতো যশোরের শামস উল হুদা ফুটবল একাডেমিতে বৃহস্পতিবার ৩১ জনকে নিয়ে শুরু হয়েছিল আবাসিক ক্যাম্প। যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন ডাক পাওয়া আরও চার ফুটবলার। এদের মধ্যে দুজন করে রয়েছে বিকেএসপি ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়।
কিন্তু শেষ সময়ে এসেও এই চার জন খেলোয়াড়কে দলের অনুশীলনে পাওয়া যায়নি। জানা গেছে বিকেএসপির খেলোয়াড়রা চোট আর কিংসের খেলোয়াড়রা ঘরোয়া ফুটবল নিয়ে ব্যস্ত। এই বিষয়ে
বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর সঙ্গে যোগাযোগ করলেও তিনি মন্তব্য করতে চাননি।
তবে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কিংসের দুজন খেলোয়াড়রকে ক্লাব থেকে ক্যাম্পের জন্য ছাড়া হয়নি। আর বিকেএসপির খেলোয়াড়দের তো আগেই ছেড়ে দেওয়ার কথা।’
তবে হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আগের ৩১ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন হচ্ছে। বিকেএসপি ও কিংসের খেলোয়াড়দের পাওয়া যায়নি। ওদের পেলে দল শক্তিশালী হতো। কেন ওরা আসেনি তা বাফুফে বলতে পারবে। এখন যারা আছে, তাদের থেকে চূড়ান্ত খেলোয়াড় বাছাই করে ভারতে যেতে হবে।’
এর আগে সাফে ছাড়লেও এএফসি অনূর্ধ্ব-২০ দলের জন্য কিংসের খেলোয়াড়দের ছাড়া হয়নি।