বাংলাদেশের হয়ে খেলতে ফিফার সবুজ সংকেত পেয়েছেন শমিত

ফিফার অনুমোদন পেতে হয়তো লম্বা সময় লেগে যেতে পারে, এমন অনুমান করা হয়েছিল। কিন্তু বিশ্ব ফুটবল সংস্থা এবার শমিত সোমের বেলাতে তেমন সময় নেয়নি। বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার! বাফুফে থেকে এমন তথ্য মিলেছে।

১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় খেলবে বাংলাদেশ। এই ম্যাচেই তাকে পাচ্ছে বাফুফে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, ‘আলহামদুলিল্লাহ ফিফা থেকে আমরা শমিত সোমের খেলার অনুমতি পেয়েছি। তার বাংলাদেশের হয়ে খেলার আর কোনও বাধা রইলো না। সব ঠিক থাকলে আশা করি ১০ জুন তাকে এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে পেতে পারি আমরা।’

গত ২ মে কানাডার টরেন্টোতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন শমিত। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তার ই-পাসপোর্ট প্রস্তুত হয়। এর আগে ১ মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্রও সংগ্রহ করেন। সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয় এবং সেই আবেদন বিবেচনায় নিয়েই ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়।

২৪ ঘণ্টার মধ্যেই সবুজ সংকেত পাওয়ার কারণ সম্পর্কে ফাহাদ করিম বলেন, ‘প্রথমত তার বাবা-মা দুজনই জন্মসূত্রে বাংলাদেশি। অরিজিন বেশ সুদৃঢ়। এরপর তিনি কানাডা সিনিয়র দলে খেললেও সেটা অফিসিয়াল ম্যাচ না হওয়ায় প্লেয়ার স্ট্যাটাস কমিটি স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি আমাদের সভাপতি ফিফার সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেছিলেন যেন দ্রুত নিষ্পত্তি হয়।’

শমিতের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে খেলছেন।