এল ক্লাসিকো: এই বিষয়গুলো কি জানা আছে?

লা লিগায় শিরোপার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনে রিয়ার মাদ্রিদ। রবিবার মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই দল। ধারণা করা হচ্ছে এই ম্যাচের ফল নির্ধারণ করে দেবে, কার হাতে শিরোপা উঠবে? দুই দলের মাঠে নামার আগে কিছু বিষয় সম্পর্কে জানা যাক-

গার্দিওলার পথে হাঁটছেন ফ্লিক?

রিয়ার মাদ্রিদের ওপর এই মৌসুমে ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা। লিগের শুরুতে তারা বার্নাব্যুতে জিতেছে ৪-০ গোলে। রিয়াদে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে তাদের জয় ৫-২ গোলে। তারপর কোপা দেল রে ফাইনালেও ৩-২ গোলে হারিয়েছে মাদ্রিদ ক্লাবে। অল হোয়াইটদের বিপক্ষে চার ম্যাচে চতুর্থ জয়ের অপেক্ষায় হ্যান্সি ফ্লিক। তার চেয়ে কেবল একজন কোচেরই ভালো শুরু হয়েছিল। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পাঁচটি ম্যাচ জিতেছিলেন পেপ গার্দিওলা।

আনচেলত্তির দুঃস্বপ্ন!

এসি মিলান ও পিএসজি, তারপর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ইতালিয়ান বার্সেলোনার মুখোমুখি হয়েছেন ২৫ বার, হেরেছেন ১২ ম্যাচে। আর কোনও দল এত বেশি হারের স্বাদ দেয়নি তাকে।

লেভানডোভস্কির ১০০?

২০২২ সালের গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ৯৯ গোল করেছেন পোলিশ স্ট্রাইকার। আর একটি গোল করলে ক্লাবের দ্রুততম গোলের সেঞ্চুরি করতে পারবেন তিনি।

ইতিহাসের পথে এমবাপ্পে

১৯৯২-৯৩ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৭ গোল করে স্মরণীয় হয়ে আছেন চিলিয়ান স্ট্রাইকার ইভান জামোরানো। আর একটি গোল করলে ক্লাবে প্রথম মৌসুমেই সেই সংখ্যাকে ছুঁয়ে ফেলবেন তিনি।

বার্সার জ্বলন্ত আক্রমণত্রয়ী

বার্সার আক্রমণভাগের তিন জন লেভানডোভস্কি (৪০), রাফিনহা (৩২) ও লামিনে ইয়ামাল (১৫) এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৮৭ গোল করেছেন। এমবাপ্পে (৩৬), ভিনিসিয়ুস (২১) ও রদ্রিগোকে (১৪) নিয়ে গড়া রিয়ালের আক্রমণত্রয়ী ৭১ গোল করে অনেক পেছনে।

লেভানডোভস্কির প্রিয় ‘শত্রু’ রিয়াল

বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে রিয়ালের বিপক্ষে ১৭ গোল করেছেন পোলিশ স্ট্রাইকার। বার্সেলোনার হয়ে গোল ১১টি। কাতালানদের হয়ে তার চেয়ে বেশিবার রিয়ালের জালে বল জড়িয়েছেন কেবল লিওনেল মেসি (২৬) ও লুইস সুয়ারেজ (১২)।

শক্তিশালী আক্রমণ, দুর্বল রক্ষণ

লিগে এবার বার্সার গোল ৯১টি। এই পর্যায়ে এসে একবারই এর চেয়ে বেশি ১০১টি গোল করেছিল তারা ২০১৬-১৭ মৌসুমে। বিপরীতে রিয়াল মাদ্রিদ এবার ৩৪ লিগ ম্যাচে গোল খেয়েছে ২২টি, যা ২০১৮-১৯ মৌসুমের পর সবচেয়ে বাজে।

টানা পাঁচ জয় কি পাবে রিয়াল?

রিয়াল তাদের শেষ চারটি লিগ ম্যাচ জিতেছে। এই মৌসুমে প্রথমবার তারা টানা পঞ্চম ম্যাচ জয়ের আশায়। গত বছর টানা ৯ ম্যাচ জেতার পর এটাই হবে তাদের সেরা জয়ের ধারাবাহিকতা।

দুই স্ট্রাইকের দ্বৈরথ

লামিনে ইয়ামাল ও এমবাপ্পে দুজনেই গোলমুখে শট নিতে পারদর্শী। সাবেক পিএসজি তারকা এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২০৮ বার গোলের চেষ্টা করেছেন, যেখানে পিছিয়ে ইয়ামাল। বার্সার এই তরুণ ১৯৭ বার গোলের জন্য শুট করেছেন।