ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন

২০২৬ ফিফা বিশ্বকাপে চোখ রেখে ব্রাজিলে নতুন অধ্যায় শুরু হচ্ছে। সোমবার তাদের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ চূড়ান্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সফল কোচকে তুষ্ট রাখতে চেষ্টার কমতি নেই তাদের। ইতালিয়ান কোচকে একটি ব্যক্তিগত বিমান দিচ্ছে তারা। যদিও বেতনের ব্যাপারে খোলাসা করেনি ব্রাজিলের শীর্ষ ফুটবল সংস্থা।

ও গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তি যেন তার মতো করে জীবন যাপন করতে পারেন, সেজন্য একটি ব্যক্তিগত বিমান দিতে চায়। তিনি থাকবেন রিও ডি জেনিরোতে। সেখান থেকে ইউরোপ যেতে চাইলে সেই বিমান ব্যবহার করতে পারবেন বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ।

গ্লোবোস্পোর্তে বলছে, আনচেলত্তি আপাতত ১৪ মাসের চুক্তিতে সই করবেন। মেয়াদ বিশ্বকাপের পর পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যদিও সিবিএফ তার বেতন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এল পায়েস ও দিয়ারিও এএস-এর মতো গণমাধ্যম বলছে, প্রতি মৌসুমে এক কোটি ইউরো আয় করবেন আনচেলত্তি।

চুক্তিতে ৫০ লাখ ইউরো বোনাস রাখা হয়েছে, যদি ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারেন।

আগামী ২৬ মে বর্তমান স্প্যানিশ ফুটবল মৌসুম শেষ হলে ব্রাজিলে যোগ দেবেন আনচেলত্তি। ৬ জুন ব্রাজিলের হয়ে প্রথমবার ডাগআউটে থাকবেন তিনি। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সেদিন তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। ১০ জুন সাও পাওলোতে তারা প্যারাগুয়েকে স্বাগত জানাবে। আনচেলত্তি তার প্রথম স্কোয়াড ঘোষণা করবেন ২৭ মে।