রিও ডি জেনিরোর একটি আদালত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বোর্ডকে তার সভাপতি এদনালদো রদ্রিগেজসহ তাদের দায়িত্ব থেকে সরে যাওয়ার আদেশ দিয়েছেন। ফার্নান্দো সারনিকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন তারা।
সিবিএফের সাবেক সভাপতি আন্তোনিও কার্লোস নুনেস দে লিমার সই জাল করার অভিযোগকে কেন্দ্র করে রদ্রিগেজকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নুনেস দে লিমার সঙ্গে একটি চুক্তির কারণে কনফেডারেশনে বর্তমান বোর্ড অব ডিরেক্টররা দায়িত্ব পেয়েছেন।
বিচারক গ্যাব্রিয়েল দে অলিভেইরা বর্তমান সিবিএফ সহসভাপতি সারনিকে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে বলেছেন।
রদ্রিগেজ এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে রিও ডি জেনিরোর কোর্ট অব জাস্টিসের এক রায়ে সভাপতির পদ থেকে অপসারিত হয়েছিলেন। যদিও ২০২৬ সাল পর্যন্ত সিবিএফকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে এক মাস পরই ব্রাজিলের আইন ও বিচার মন্ত্রী গিলমার মেন্ডেস তাকে পদে পুনর্বহাল করেন। রদ্রিগেজ না থাকলে ব্রাজিল জাতীয় দলকে ফিফা নিষিদ্ধ করতে পারে এই শঙ্কা থেকে ওই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি।
রদ্রিগেজ এ বছরের মার্চে পুনর্নির্বাচিত হন, ২০৩০ সাল পর্যন্ত থাকার কথা ছিল তার।