আপাতত ক্রুইফ নন, মেয়াদ বাড়লো টিটুর 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পদে জাতীয় দলের সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফের নাম আলোচনায় ছিল। তা বেশিদূর গড়ানোর আগেই বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর চুক্তি আরও ৬ মাস নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

মঙ্গলবার থেকে এই বছরের পুরোটা সময় জুড়ে অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত  দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক এই কোচ। এর আগে এপ্রিলে  তিন মাসের জন্য চুক্তি বাড়ানো হয়েছিল। 

টিটুর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালের মার্চে। কাজী সালাউদ্দিনের আমলের সেই এক বছরের চুক্তি শেষ হয় ২০২৫ সালের মার্চে। দিন কয়েক আগে বিভিন্ন পর্যায়ে টেকনিক্যাল ডিরেক্টরসহ ৭ পদে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আপাতত বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর না পাওয়ায় তাবিথ আউয়ালের আমলে আবারও টিটুর মেয়াদ বেড়েছে। এই সময়ের মধ্যে বাফুফে দেখে শুনে  নতুন বছরের জন্য  সিদ্ধান্ত নেবে।