নারী এশিয়ান কাপে মিয়ানমারের বিপক্ষে জিতে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মনিকা-রুপনাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। শেষ ম্যাচে আগের একাদশের ওপর ভরসা রেখেছেন ইংলিশ কোচ পিটার বাটলার।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচে পিটার বাটলারের দলে কোনও পরিবর্তন আসেনি। ২৯ জুন বাহরাইনের ও ৩ জুলাই মিয়ানমারের বিপক্ষে জয়ী একাদশই আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলতে যাচ্ছে।
গ্রুপের তিন দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১২৮) পেছনে কেবল তুর্কমেনিস্তান (১৪১)। বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতেছে। আর তুর্কমেনিস্তান একটিতে হার ও ড্র করেছে। বাংলাদেশ দল চাইছে শেষ ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত উৎসব করতে। তাই আজকের ম্যাচে কোনও ছাড় দিতে নারাজ কোচ বাটলার।
আজ লাল সবুজ দলের তেকাঠির নিচে রয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার ঋতুপর্ণা চাকমা। রক্ষণে অধিনায়ক আফঈদার সঙ্গী শিউলি আজিম ও শামসুন্নাহার। মিডফিল্ডে বাংলাদেশের প্রাণ মনিকা চাকমা। তার সঙ্গে আছেন মারিয়া, কোহাতি ও স্বপ্না রাণী। ফরোয়ার্ড পজিশনে রয়েছেন ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার। এদের নিয়েই ইংলিশ কোচ বাটলার শেষ ম্যাচেও বড় স্বপ্ন দেখছেন।
বাংলাদেশের একাদশ : রুপনা চাকমা , আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।