নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপে টানা তিন ম্যাচ জিতে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। এমন সাফল্যে দেশবাসী ভীষণ খুশি। খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও(বাফুফে)। নারীদের সাফল্য উদযাপনে তাই বাফুফে রবিবার মধ্যরাতে ফিরতে যাওয়া দলকে তাৎক্ষনিকভাবে সংবর্ধনা দিতে যাচ্ছে। হাতিরঝিলে অ্যামফি থিয়েটারে মনিকা-মারিয়ারা সংবর্ধনা পেতে যাচ্ছেন বলে শনিবার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জানিয়েছেন। পরের দিন ভুটানে লিগ খেলতে চলে যাওয়ার কারণে বাফুফের এমন অভিনব আয়োজন।
শনিবার ধানমন্ডি স্পোর্টস ক্লাবে প্রদর্শনী ম্যাচ শেষে তাবিথ আউয়াল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নারী দলের জন্য আজ পুরো পৃথিবী বাংলাদেশকে নতুন করে চিনছে। আমরা তাদের নিয়ে গর্বিত। এই সফলতার জন্য কিছু পুরস্কারের সিদ্ধান্ত নেবো আমরা। এছাড়া ব্যক্তিগতভাবে কীভাবে তাদের উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া যায় সেই উদ্যোগও আমরা নেবো।’
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়াতে হবে মূল পর্ব। সেটাকে সামনে রেখে বড় পরিকল্পনা বাফুফের। তাবিথ বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের দুটি সুযোগ আছে। একটি তো হলো এএফসি ম্যাচে ভালো খেলা, পাশাপাশি পজিশন ঠিক রাখতে পারলে বিশ্বকাপ ও অলিম্পিকেও সরাসরি খেলা যাবে। তাই আগামী ছয় মাস আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমাদের অনেক খেলোয়াড় লাগবে। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো হবে, তাতে করে বেশি খেলোয়াড় যেন বেরিয়ে আসে। ফিফা প্রীতি ম্যাচও হবে।’
সাফে টানা চ্যাম্পিয়ন হওয়ায় দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। তা এখনও দেওয়া হয়নি। তারওপর মিয়ানমারে এসেছে আরও একটি সাফল্য। তাবিথ আশা দিয়ে বলেছেন, ‘নারীদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করবো। নারী সাফের জন্য যে অর্থ বরাদ্দের কথা বলা হয়েছিল সেটা এখনও তারা পায়নি। আশা করি শিগগিরই তা পেয়ে যাবে। আগামী কয়েক মাসে আর্থিকভাবে কোনও নারী ফুটবলার পিছিয়ে থাকবে না। অন্য আর কী পেতে পারে তাও দেখা হচ্ছে।’
ছেলেদের এশিয়ান কাপে সিঙ্গাপুর ম্যাচের পর কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগের কথা জোরেশোরে উঠলেও স্প্যানিশ কোচ অক্টোবর পর্যন্ত থাকছেন বলে ইঙ্গিত মিলেছে। এছাড়া প্রবাসীদের ট্রায়াল থেকে বয়সভিত্তিক দলে খেলোয়াড় দেখতে পাওয়ার সম্ভাবনাও রয়েছে।