ইয়াংগুনের মাঠে ৭-০ গোলে তুর্কমেনিস্তানকে হারিয়ে তিনে তিন জয় বাংলাদেশের। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে বাঁধনহারা উল্লাস সবার মাঝে। শনিবার ম্যাচ শেষের পর মাঝমাঠে সবাই জড়ো হয়ে লাল সবুজের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণও করেন একসঙ্গে। এভাবে মাঠে উদযাপন করে মনিকা চাকমা তো বলেই ফেললেন, ‘অনেক ভালো লাগছে তাদের।’
মিয়ানমারের ইয়াংগুনে শনিবার ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে বাছাই শুরুর পর শক্তিশালী মিয়ানমারকেও ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস গড়ে বাংলাদেশ।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে বাছাই শেষ করেছে মেয়েরা। শেষ ম্যাচে দলের জয়ে জোড়া গোল উপহার দেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একবার করে জালের দেখা পান স্বপ্না রানী, মনিকা ও তহুরা খাতুন।
তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেওয়ার পর মনিকার কণ্ঠেও ছিল উচ্ছ্বাস, ‘আজ অনেক অনেক ভালো লাগছে। আমরা ২০২৬ এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। আমরা চাই, এভাবে আরও ম্যাচ খেলে ম্যাচ বাই ম্যাচ যেন ভালো ফল করতে পারি। আজকের দিনের জন্য সব সতীর্থকে ধন্যবাদ। সবাই সবাইকে খুব সাহায্য করেছে।’
ম্যাচ শেষের প্রতিক্রিয়া দেওয়ার সময় তখনও শোনা যাচ্ছিল সমর্থকদের উল্লাস। সামনের পথচলায় তাদেরকে পাশে থাকার আহ্বান জানিয়ে এই মিডফিল্ডার বলেছেন, ‘সমর্থকদের অনেক অনেক ধন্যবাদ। আমি চাই সমর্থকেরা আমাকে এভাবেই সমর্থন করে যাক।’
মিয়ানমার অভিযান শেষে রবিবার মধ্যরাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল।