এশিয়ান কাপে অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতটা?

এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ। বাহরাইন ও তুর্কমেনিস্তানের জালে সাতবার করে বল পাঠিয়েছে। র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা মিয়ানমারকেও হারিয়েছে তারা। তিন ম্যাচে ১৬ গোল দেওয়ার বিপরীতে এক গোল হজম করেছে। আফঈদা খন্দকারের দল বাছাইয়ে দাপট দেখালেও আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মূল পর্বে কঠিন পরীক্ষা দিতে হবে।

১২ দলের এই টুর্নামেন্টে ১১টির নাম চূড়ান্ত হয়েছে। এই দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। এমনকি এখন পর্যন্ত মূল পর্বের টিকিট পাওয়া দলগুলোর মধ্যে কেবল বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে একশর বাইরে। তারা ১২৮তম।

এশিয়ান কাপের আয়োজক অস্ট্রেলিয়ার র‍্যাঙ্কিংয়ে অবস্থান ১৫ নম্বরে। সবশেষ ২০২২ এশিয়ান কাপের শীর্ষ তিন দল জাপান (৭), চীন (১৭) ও দক্ষিণ কোরিয়া (২১) বাছাইপর্বে না খেলেই জায়গা করে নিয়েছে।

বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ৪ ম্যাচের সবগুলো জিতে এনিয়ে দশমবার মূল পর্বে ওঠা ভারত ৭০ নম্বরে। গ্রুপ ‘ডি’ এর সব ম্যাচ জিতে এশিয়ান কাপে ওঠা চায়নিজ তাইপের অবস্থান র‍্যাঙ্কিংয়ে ৪২। ‘ই’ গ্রুপ থেকে শতভাগ সাফল্য পাওয়া ভিয়েতনাম আছে ৩৭ নম্বরে।

‘এফ’ গ্রুপ থেকে দল পেতে নাটকীয়তা ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর নেপাল ও উজবেকিস্তানের পয়েন্ট, গোলব্যবধান ও গোল করার সংখ্যা ছিল সমান। নিয়ম অনুযায়ী সমান-সমান থাকা দুটি দল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হলে বিজয়ী নির্ধারণ হবে টাইব্রেকারে। সেটাই হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ৩-৩ ব্যবধানে ড্র থাকার পর নেপালকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে উজবেকিস্তান, যাদের র‌্যাঙ্কিং ৫১তম।

‘এইচ’ থেকে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট পাওয়া উত্তর কোরিয়ার র‍্যাঙ্কিংয়ে অবস্থান ৯ নম্বরে।

এশিয়ান কাপের টিকিট পাওয়ার অপেক্ষায় আরেকটি দল। ‘এ’ গ্রুপ থেকে উঠবে সেই দল। এই গ্রুপের দলগুলোর খেলা এখনও শুরুই হয়নি। সোমবার ভুটান-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শুরু হয়ে এই গ্রুপের লড়াই শেষ হবে ১৯ জুলাই। এই গ্রুপের অন্য তিন দল হলো ইরান, জর্ডান ও লেবানন।