এমবাপ্পে-রুডিগারদের শাস্তির বিরুদ্ধে রিয়ালের আপিল খারিজ

আন্তোনিও রুডিগার, কিলিয়ান এমবাপ্পে ও দান কেবায়োসের বিরুদ্ধে উয়েফার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে অশোভন আচরণের দায়ে তাদেরকে জরিমানা করা হয়, যার বিরুদ্ধে মাদ্রিদ আপিল করেছিল। কিন্তু তাদের আপিল খারিজ করেছে ইউরোপের শীর্ষ সংস্থা।

রুডিগার, এমবাপ্পে ও কেবায়োসকে ৪০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার ইউরো জরিমানা করা হয়। গত ১২ মার্চ অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নক আউট ম্যাচে তারা শোভনীয় আচরণের মূল নীতি লঙ্ঘন করার শাস্তি দেওয়ার কথা জানায় উয়েফা।

রুডিগার ও এমবাপ্পের বিরুদ্ধে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই ঘটনা ফের ঘটলে যা কার্যকর হবে।

উয়েফা বিবৃতিতে জানায়, এই শাস্তি কমানো বা তুলে নেওয়ার কোনও গ্রহনযোগ্য যুক্তি নেই। ওই ম্যাচে গোল উদযাপনের সময় রুডিগারকে স্বাগতিক দর্শকদের দিকে গলায় ছুরি দিয়ে কাটার অঙ্গভঙ্গি করেন। এমবাপ্পেকে দেখা যায় গোল উদযাপনের সময় দর্শকদের উদ্দেশ্যে নিজের ঊরুসন্ধি চেপে ধরতে। কেবায়োয়া সমর্থকদের তিরস্কার করেন।