X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

এমবাপ্পের প্রশ্নে এনরিকে, ‘অতীত নিয়ে কথা বলতে আসিনি’

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ১৪:০৬আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৪:০৬

একটা সময় কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করেই পিএসজিতে সব কিছু ঘটতো। চ্যাম্পিয়ন্স লিগ জিততে প্রাণভোমরাও ভাবা হতো তাকে। সেই তারকাকে ছাড়াই এবার ইউরোপ সেরার মুকুট মাথায় দিয়েছে পিএসজি। এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষেই আজ রাত ১টায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামছে ফরাসি জায়ান্টরা। তাই ঘুরে ফিরে আসছে এমবাপ্পে প্রসঙ্গ। 

প্রসঙ্গটা আসছে তুলনার হিসেবে। পিএসজি কোচ লুইস এনরিকের সামনে প্রশ্ন করা হয়েছিল যে, এমবাপ্পে না থাকায় পিএসজি দলটা এখন আরও ভালো দলে পরিণত কিনা। এনরিকে বলেছেন, ‘এটা অতীতের প্রশ্ন। আমি এখানে অতীত নিয়ে কথা বলতে আসিনি। এখন শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবছি।’

এমবাপ্পেকে নিয়ে প্রশ্নের উত্তর না দিলেও এনরিকে এটা স্বীকার করেছেন, সাবেক শিষ্যর মুখোমুখি হওয়াতে সেটা লড়াইয়ে আরও ঝাঁজ এনে দিয়েছে। তার মতে, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলায় সেটা আরও বাড়তি প্রেরণা এনে দিচ্ছে।  

পিএসজিকে আবারও নিউ জার্সির কঠিন আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে। খেলা শুরু হবে দুপুরের তীব্র গরমে। মঙ্গলবার চেলসি ও ফ্লুমিনেন্সের সেমিফাইনালে তাপমাত্রাও ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল এবং আর্দ্রতা ছিল ৫৪%-এরও বেশি; ফলে সেখানকার আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল।

কন্ডিশন নিয়ে এনরিকে বলেছেন, ‘আমরা এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এমন পরিবেশে খেলাটা বিশ্বকাপজুড়ে সাধারণ ব্যাপার হয়ে গেছে। এটা এখন স্বাভাবিক ব্যাপার। এই অবস্থায় খেলা চোখের জন্য মনোরম নয়, কারণ পারফর্ম করা কঠিন। তবে এটা দুই দলের জন্যই সমান।’

প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে নিয়ে তার কথা, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা অবশ্যই একটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। একই সঙ্গে আমরা এই ধরনের ম্যাচ খেলতে ভালোবাসি, কারণ এটা প্রমাণ করে আমরা আমাদের কাজ ঠিকভাবে করেছি এবং সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছি।’ 

এই ম্যাচের জয়ী দল রবিবারের ফাইনালে চেলসির মুখোমুখি হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
পা ভাঙায় কারও দোষ দেখছেন না মুসিয়ালা
পেদ্রোর জোড়া গোলে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো