আইনি জবাব দেবে বাফুফে

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের আইনি পদক্ষেপের জবাব আইনের মাধ্যমেই দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেখ জামালের ৮ খেলোয়াড়কে ক্লাবে ফিরিয়ে দিতে আজ সোমবার বাফুফের প্রতি আদেশ জারি করেন হাইকোর্ট। যার প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'সম্মানিত বিচারকদের রায়ের কপি এখনও আমরা হাতে পাইনি। কাল হয়তো এটি আমাদের হস্তগত হবে। এরপর আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব। আইনি পদক্ষেপের বিপক্ষে আইন ছাড়া অন্য পথ তো নেই।'

উল্লেখ্য বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, শহীদুল আলম সোহেল,জামাল ভূইয়া, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানাকে শেখ জামালের পক্ষে খেলার এবং বাফুফেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। রায়ে আরও বলা হয় শেখ জামালের কাছ থেকে অগ্রিম নেওয়া এসব ফুটবলার যাতে অন্য কোন ক্লাবের হয়ে মাঠে নামতে না পারে সে ব্যবস্থাও নিতে হবে।

/আরএম/এমআর/