বুধবার শুরু মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট

DSC_8061২০১৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও স্বনামধন্য হকি সংগঠক মীর্জা ফরিদ আহমেদ মিলুর স্মৃতিতে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে, দ্বিতীয় ওয়ালটন মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট।

ছয়দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ২০, ২১ ও ২২ জুলাই অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। ২৪ ও ২৫ জুলাই হবে সেমিফাইনাল। আর ২৭ জুলাই ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।

টুর্নামেন্টে ৬টি দল অংশ নেবে। দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করে অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। সেখান থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। টুর্নামেন্টের ‘ক’ গ্রুপে রয়েছে আব্দুল মালেক চুন্নু হকি ফাইভ, শেখ নুরুল ইসলাম হকি ফাইভ ও মীর সাবের আলী হকি ফাইভ। ‘খ’ গ্রুপে রয়েছে সাব্বির ইউসুফ হকি ফাইভ, নান্না দা হকি ফাইভ ও নাজিম উদ্দিন মোল্লা হকি ফাইভ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ১৬ হাজার ও রানার আপ দল ৮ হাজার টাকা পাবে। এছাড়া চ্যাম্পিয়ন দলকে একটি ওয়ালটন রেফ্রিজারেটর উপহার দেওয়া হবে। যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

/আরএম/এমআর/