শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

Asraful (middle no .2)দুরন্ত নৈপুণ্যে চাইনিজ তাইপেকে ৬-১ গোলে হারিয়ে বেক্সিমকো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির শিরোপা নির্ধারণী ম্যাচে স্থান করে নিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রি-ক্ল্যাসিফিকেশন ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে চারটি গোল করে ছিনিয়ে নেয় ফাইনালের টিকিট।

ম্যাচে বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইষলামের পেনাল্টি কর্নারের গোল দিয়েই শুরু হয় বাংলাদেশর জয়যাত্রা। খেলার তিন মিনিটে প্রথম পেনাল্টি কর্নারেই আঘাত হানেন তিনি। যেই গোলটিতে এগিয়ে যাওয়ার উদ্দীপনা পায় লাল-সবুজের দল। তবে নয় মিনিটে তাইপের চুং পাং শিহ যদি প্রাপ্ত পেনাল্টি স্ট্রোকে গোল করতে ব্যর্থ না হতেন তবে চিত্রটা হয়তো ভিন্ন হতো। এরপর দীর্ঘক্ষণ গোল খরা ছিল ম্যাচে।  ২৮ মিনিটে দ্বিতীয় গোল করে সেই খরা কাটান ফরোয়ার্ড রাজু আহমেদ।  এরপর প্রথমার্থে আর কোনও গোল হয়নি।

বিরতির পাল্টা আক্রমণ শাণায় প্রতিপক্ষরা। দ্বিতীয়ার্ধের ছয় বা খেলার ৪১ মিনিটে জু হু হুয়াঙ্গের ফিল্ড গোলে খেলায় ফিরে আসার হুমকি দিয়েছিল তাইপে। কিন্তু বাংলাদেশের দুই গোলের অগ্রগামিতা সেই অবস্থা থেকে পুনরুদ্ধার করে আশরাফুলের গোল। এবার অবশ্য পেনাল্ট কর্নার থেকে নয়। পেনাল্টি স্ট্রোক থেকে গোলটি করেন তিনি।

৫২ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় গোল করলে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে তাইপে। আর ৬০ মিনিটে আরেক পিসি স্পেশালিস্ট সজিব পঞ্চম গোল করলে প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের ম্যাচ জয়।৬২ মিনিটে ফরোয়ার্ড ফজলে হোসেন রাব্বি করেন বাংলাদেশের ষষ্ঠ গোলটি।

এরমধ্য দিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেলো বাংলাদেশ। কাল শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ জয়ীর বিপক্ষে খেলবে স্বাগতিকরা।

/আরএম/এফআইআর/