তাহির জামান ঢাকায়

তাহির জামান বিশ্ব হকির একসময়কার দাপুটে খেলোয়াড় পাকিস্তানের তাহির জামান এশিয়ান হকি ফেডারেশনের চারদিনের কোচিং প্রোগ্রামে এখন ঢাকায়। আজ বুধবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। কাল (বৃহস্পতিবার) সকাল থেকে দেশের প্রথম সারির কোচদের নিয়ে তিনি শুরু করবেন তার কাজ। 

বাংলাদেশ হকির সঙ্গে গভীর সম্পর্ক তাহির জামানের। ঢাকার মাঠে নিজে খেলেছেন, খেলা ছাড়ার পর কোচ হিসেবে ঊষাকে চ্যাম্পিয়ন করিয়েছেন। বাংলাদেশের হকির সম্ভাবনা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত, ‘বদলে গেছে বিশ্ব হকির দৃশ্যপট, খেলাটা এখন আর আগের মতো নেই, বাংলাদেশ এখানেই পিছিয়ে আছে। আধুনিক হকির ধারণা নিতে হলে কোচদের আগে প্রশিক্ষিত হতে হবে।’

১৯৯৪ সালে বিশ্বকাপ হকির চ্যাম্পিয়ন দলের সদস্য তাহির জামান সঙ্গে যোগ করলেন, ‘এ ধরনের আয়োজন বারবার করা উচিৎ। তাহলে কোচদের মাধ্যমে শিক্ষার প্রভাব পড়বে খেলোয়াড়দের ওপর।’

/আরএম/কেআর/