১৮ ফেব্রুয়ারি থেকে হকির দলবদল

Hockey Logoহকি ফেডারেশনের অ্যাডহক কমিটি হয়েছে গত ১০ জানুয়ারি। ঠিক এক সপ্তাহ পর, বুধবার নির্বাহী কমিটির সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে  উল্লেখযোগ্য—প্রিমিয়ার হকি লিগের দলবদলের তারিখ নির্ধারণ।

আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি দলবদল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। লিগ কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মার্চের শেষ দিকে ঘরোয়া হকি মাঠে গড়াবে। এবার একটি প্রতিযোগিতা বাড়তে পারে, আর সেটা হতে পারে প্রয়াত খাজা রহমতউল্লাহর নামে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে করার প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘১৮ থেকে ২০ ফেব্রুয়ারি দলবদল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি আমরা। মার্চের শেষে শুরু হবে ঘরোয়া প্রতিযোগিতা। ঘোষিত তারিখেই দলবদলের চেষ্টা করবো আমরা।’

ওমানে ৯ মার্চ থেকে এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশ অংশ নেবে। তার আগেই দলবদল করার লক্ষ্য ফেডারেশনের। প্রথম সভায় আটটি সাব কমিটিও গঠন করা হয়েছে।