ভারতে শেষ ম্যাচেও হার হকি দলের

hockeyভারত থেকে ব্যর্থতার বোঝা নিয়েই ফিরতে হচ্ছে জাতীয় হকি দলকে। শুক্রবার শেষ ম্যাচেও বড় ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। ভারত ‘এ’ দলের বিপক্ষে জিমি-চয়নদের ম্যাচের ফল ৫-১।

শুক্রবার বেঙ্গালুরুতে প্রথম কোয়ার্টারে গোল হতে দেয়নি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টার শেষেও স্কোর ছিল ২-০। কিন্তু শেষ কোয়ার্টারে ভালো খেলতে পারেনি গোপিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা, একটি গোল করলেও খেয়েছে তিনটি। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের একমাত্র গোলদাতা ডিফেন্ডার আশরাফুল ইসলাম।  

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে ভারতে ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু সব ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছে লাল-সবুজের দল। শেষ ম্যাচের আগে ভারতের অনূর্ধ-২৩ দলের কাছে ৪-০ ও ৬-৩ এবং ‘এ’ দলের কাছে ৬-০, ৭-০ ও ৫-২ গোলে হার মেনেছে তারা।