আগে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে দক্ষিণ কোরিয়া শক্তিধর দল। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করে নিজেদের শক্তি দেখিয়েছে। সেই দলটির বিপক্ষে আশা জাগানিয়া পারফরম্যান্স দেখিয়েও জয়ের হাসি হাসতে পারেনি বাংলাদেশ। আগে গোল করেও ম্যাচ হেরেছে ৩-২ গোলে।

অথচ দু’দলের র‌্যাংকিং বিবেচনায় এমন লড়াইও প্রত্যাশা করেনি কেউ। বিশ্ব র‌্যাংকিংয়ে ১৬তম দক্ষিণ কোরিয়া। আর লড়াকু মেজাজে খেলা বাংলাদেশের অবস্থান ৩৮তম! এরপরেও শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ৮ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। সোহানুর রহমান সবুজের পাসে আরশাদ হোসেনের ফ্লিকে স্কোর দাঁড়ায় ১-০।

স্বাগতিকরা এই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি নিজেদের ব্যর্থতায়। গোল করার পরপরই বলের দখল হারায় বাংলাদেশ। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরেও আসে দক্ষিণ কোরিয়া। ১৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে অতিথি দলকে সমতায় ফেরান জ্যাং জং ইয়োন। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ একটি পেনাল্টি কর্নার পেলেও তা গোলে পরিণত করতে পারেনি!

তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াও পেনাল্টি কর্নার পেয়ে কাজে লাগাতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে এসে কাঙ্ক্ষিত লিড পায় তারা। জি ও চিওনের গোলে স্কোরলাইন হয় ২-১। ৫৪ মিনিটে পার্ক চিও লিনের গোলে ব্যবধান ৩-১ হয়ে যায় দক্ষিণ কোরিয়ার। ৫ মিনিট পর বাংলাদেশ দ্বিতীয় গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলের হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।