১ কোটি ১০ লাখ টাকার স্পন্সর পেলো হকি ফেডারেশন

জাতীয় হকি দলের সামনে ব্যস্ত সূচি। আগামী মাসে দুটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে রাসেল মাহমুদ জিমি-খোরশেদুর রহমানরা। তাদের জন্য বড় সুখবর হলো দুটি টুর্নামেন্টেই স্পন্সর মিলেছে। দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড স্পন্সর বাবদ ১ কোটি ১০ লাখ টাকা দিচ্ছে হকি ফেডারেশনকে।

বুধবার বিমান বাহিনীর ফ্যালকন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাহিনীর প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের হাতে স্পন্সরের চেক তুলে দেওয়া হয়েছে। এসময় স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু জাফর চৌধুরীসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিন ২০ সদস্যের চূড়ান্ত দল নিয়ে ফটোসেশনও করা হয়েছে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এবারও দুটি টুর্নামেন্টকে সামনে রেখে স্পন্সর পেয়েছি। এর জন্য মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংককে ধন্যবাদ দিতে হচ্ছে। এ নিয়ে টানা তিনটি টুর্নামেন্টে তারা আমাদের পাশে এসে দাঁড়ালো।’