আলাদা গ্রুপে বাংলাদেশ ও ওমান

সাম্প্রতিক সময়ে হকিতে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ওমান। এই দুই দল মুখোমুখি মানে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডে হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। এই প্রতিযোগিতায় দুই দল পড়েছে দুই গ্রুপে।

বাছাই পর্বের ড্রতে ‘এ’ গ্রুপে ওমানের সঙ্গে আছে থাইল্যান্ড, হংকং, উজবেকিস্তান ও কাজাখস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

আগামী ৭ মে বাংলাদেশ গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। এরপর ১০ মে শ্রীলঙ্কা ও ১২ মে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। ১৪ মে হবে দুটি সেমিফাইনাল। আর পরের দিন, অর্থাৎ ১৫ মে হবে ফাইনাল।

এবার চ্যাম্পিয়ন দলসহ  চার দলের চীনের মূল পর্বে যাওয়ার কথা রয়েছে। আর বাংলাদেশ দল বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে ব্যাংককে।