রাজশাহীকে হারিয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন

আল আরাফাহ ইসলামী ব্যাংক জাতীয় যুব হকি টুর্নামেন্টে অন্যতম ফেভারিট বিকেএসপি। ফেভারিটদের মতো খেলেই ফাইনাল জিতে নিয়েছে খেলোয়াড় তৈরির অন্যতম এই সংস্থাটি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজশাহী জেলাকে ৬-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি।

মওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে বিজয়ী দলের রকিবুল হাসান তিন গোল করেন, জোড়া গোল এসেছে সাদ্দাম খানের স্টিক থেকে। আরেক গোল করেন সাজেদুর রহমান। বিকেএসপির করা গোলের সবগুলোই ছিল আক্রমণ থেকে।

রাজশাহীর পক্ষে দুই গোল করেন আব্দুল আল নাহিদ ও জাহিদ হোসেন। দুটিই পেনাল্টি কর্নার থেকে পাওয়া।

এছাড়া স্থান নির্ধারণী ম্যাচে দিনাজপুর জেলা ৫-০ গোলে নাটোর জেলাকে হারিয়ে তৃতীয় হয়েছে।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম জাফর। এসময় অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন বিকেএসপি পুরষ্কার হিসেবে দুই লাখ টাকা পেয়েছে, রানার্সআপদের হাতে উঠেছে ১ লাখ ৫০ হাজার টাকা।

তৃতীয় স্থান পাওয়া দিনাজপুর পেয়েছে এক লাখ টাকা। সেরা খেলোয়াড় রকিবুল হাসান রকি, সর্বোচ্চ গোলদাতা সাদ্দাম হোসেন ও সেরা গোলরক্ষক মো. সাকিব ১০ হাজার টাকা করে পেয়েছেন।