শ্রীলঙ্কাকে ১৪ গোল দিলো বাংলাদেশ

এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ জুনিয়র চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। হকির এই টুর্নামেন্টে আজ শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আমিরুল-হাসানরা। টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মামুনুর রশীদের দলটির।

ওমানের মাস্কটে এই ম্যাচে একাই পাঁচ গোল করেছেন আমিরুল ইসলাম। তিনটি করে গোল করেছেন মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন।  জোড়া গোল করেছেন জয় এবং একটি গোল মোহাম্মদ আলীর।

ম্যাচের সপ্তম মিনিটে মোহাম্মদ জয়ের আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ১২ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার গোল করেন মোহাম্মদ হাসান। দ্বিতীয় কোয়ার্টারেও চলে বাংলাদেশের আধিপত্য। ১৬ থেকে ১৮- এই তিন মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে তিনটি গোল করেন আমিরুল ইসলাম। তাতে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ।

২১ মিনিটে ষষ্ঠ গোলটি করেন মোহাম্মদ আলী। ২৪ ও ২৭ মিনিটে দুটি ফিল্ড গোল করেন মোহাম্মদ হোসাইন। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই বাংলাদেশকে নবম গোল এনে দেন হাসান।

৪২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের দশম গোলটি করেন জয়। পরের মিনিটেই হ্যাট্রিক পূরণ করেন হাসান। ৪৩ ০ ৪৪ মিনিটে আরও দুটি গোল করেন আমিরুল ইসলাম। ৫৮ মিনিটে শ্রীলঙ্কার  পোস্টে  শেষ পেরেকটি ঠুকে দেন আমিরুল।

আগামী ৯ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।