থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে

ম্যাচের ৪৬ মিনিট পর্যন্ত টুর্নামেন্টে অন্যতম ফেভারিট বাংলাদেশকে গোল পেতে দেয়নি থাইল্যান্ড। চেষ্টা করেও গোলের তালা খোলা যায়নি! পরের মিনিট থেকে থাইদের সকল প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১০ মিনিটের মধ্যে তিন গোল আদায় করে এএইচএফ অনূর্ধ্ব-২১ জুনিয়র চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। হকির এই আসরে লাল-সবুজ দল থাইল্যান্ডকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।

ওমানের মাস্কটে সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বুধবার (১১ জানুয়ারি) প্রথম সেমিফাইনালে শুরু থেকে ইতিবাচক খেললেও বাংলাদেশ কোনভাবেই গোল পাচ্ছিল না। ১৫ মিনিট করে চার কোয়ার্টারে খেলা হয়েছে। প্রথম তিন কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে গোল করতে দেয়নি থাইল্যান্ড।

লাল-সবুজ দলের কোচ মামুনুর রশীদ আগেই বলেছিলেন, থাইরা ফিটনেসের দিক দিয়ে এগিয়ে থাকবেন। হয়তো টার্ফে সেভাবেই রক্ষণ জমাট করে খেলেছে প্রতিপক্ষ। সে কারণে লাল-সবুজ দলের গোলও পেতে বেশ সময় লেগেছে।

তিন কোয়ার্টারে গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারে এসে গোল তিনটি  হয়েছে। ম্যাচ ঘড়ির ৪৭ মিনিটে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায়। মোহাম্মদ জীবন আক্রমণ থেকে গোলের তালা খোলেন।

৫৫ মিনিটে মোহাম্মদ হোসেন পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়িয়ে নেন। দুই মিনিট পর আক্রমণ থেকে মোহাম্মদ হাসান  লক্ষ্যভেদ করে দলকে বড় জয় পেতে সহায়তা করেন।

আগামীকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ফাইনাল ম্যাচ হবে। বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে তা এখনও নির্ধারণ হয়নি। একটু পরই ওমান ও উজবেকিস্তানের ম্যাচ রয়েছে। বিজয়ী দলের মুখোমুখি হবে লাল-সবুজের সেনানীরা।